আমাদের সময় সরকার ঠিক করে দিল কোন ভর্তি পরীক্ষা হবে না, এস.এস.সি.র নাম্বার অনুযায়ী কলেজে অ্যাডমিশন হবে। নিজেই বলি, নাম্বারটা আমার ভালই ছিল। তাই সুযোগের সদ্যবহার করে আমি ধুমায় কিশোর পত্রিকাতে লেখা পা...
নটরডেমের গেটের কাছে দাড়িয়ে বিতৃষ্ণা নিয়ে ভেতরে তাকাই। বাবা-মার পীড়াপীড়িতে নটরডেমে পড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে, আমার ইচ্ছা ছিল ঢাকা কলেজে পড়ার, স্কুলের সব বন্ধুরাও ঢাকা কলেজেই। বাবা-মার ধারনা আমি যে রকম ট্যাটন, ঢাকা কলেজে ঢুকে গোল্লায় চলে যাব। আমার জন্য দরকার শক্ত হাতের শক্ত তদারকি।
কলেজটা লাল-নীল কাগজে বেশ ভালই সাজিয়েছে। ভেতরে কয়েকজন দোস্ত থাকার কথা। ঢোকার পথেই ব...