ফাউ ফাউ কচকচানি (তবে পেয়ারা নয়)

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ০৪/০৭/২০০৭ - ৩:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনা-১ [গজব]

তখন পড়ি ক্লাস এইটে। দিনক্ষনতো আর সেভাবে মনে নাই...বয়সও হচ্ছে...হিসাবেও গন্ডগোল পাকায়। যাউকগা এটা হইল বার্ষিক পরীক্ষার সবচেয়ে গজইব্বা পরীক্ষার কাহিনি...আর ওইটা হইল অংক। ওই বয়সে গায়েবি উপায়ে কারে জানি গজব-আজব দিতাম এমন বিদ্ঘুটে একখান সাবজেক্ট পয়দা করার জন্য।
ওইদিনের এক্সাম হল গার্ড দিচ্ছিল আমগো অতি সজ্জন মাস্টর “হুজুর স্যার”(সব জায়গার হুজুর গুলার আপার চেম্বার কি অলওয়েজই খালি থাকে নাকি?)। এক্সাম প্রায় শেষ হচ্ছে হচ্ছে অবস্থায় আছে...ওই অবস্থায় আমার ক্ষুদ্র ঘিলুর মস্তিষ্ক কর্তৃক একখান কুটিল অঙ্ক কিছুতেই কেন জানি মিলছিল না। এলিভেনথ আওয়ার...ওয়ার্নিং বেলও পড়ে গেছে...জান বাঁচান ও ফরজ...সো সব চিন্তা বাদ দিয়ে পিছনে মুন্ডী ঘুরালাম আর দোস্তরে বললাম অংকর নিয়মটা দেখাতে।জনাব হুজুরতো দুঃসাহস দেখে হতবিহবল এরপর হুংকার(এক্কেরে যারে কয় সিঙ্গায় ফুঁ দিছে) দিয়ে বললেন “হেই মাইয়া হ্যোয়ার ডু ইওর মুখ?” বেটার আংরেজী শুনেতো এইবার আমি কমপ্লিট টাশকি...কইল কি এইটা?? যদিও খুব একটা গাঁ না করে আবারও মনোনিবেশ করলাম টুকলি করতে। এইবারতো মহাজনের চান্দি ফাটে ফাটে অবস্থা আমার দুঃসাহস দেখে। এইবার আর আংরেজীর ধার ধারলেন না, চিক্কুর পাইরা কইল “ওই মাইয়া তোর খাতার উপর আল্লাহ’র গজব পড়ুক”। নেক বান্দার নেক গজব বিফলে যায় নাই...বেটারে পাইলে...সিঘ মন খারাপ

ঘটনা-২ [মামু আসসালামুওলায়কুম]

আমার এক কাজিন আছে চরম ভোদাই, আর ভদ্র ভাষায় কইলে চরম বেক্কল কিসিমের ভদ্রলোক, নামাজী কালামি আল্লাহ বিল্লাওয়ালা মানুষ। তো ব্রাদারের একবার শখ হইল চ্যাট করার... সবাই করে তারও তো আছে সমান অধিকার।এই মহান অভিপ্রায়ে সে এন্ট্রি মারলো আইআরসি চ্যাট রুমে(উরফ কুতুবগো মেলা)।ঢুইকা তার মাথা আউলা, নারী-পুরুষ সকলে নির্বিশেষে গুতায় তারে(কি নিক নিছিল কে জানে)।

জৈনিক এক নারী তারে নক কইরা এই কথা সে কথার পর জিগায়ঃ এএসএল প্লিজ।

আমার কাজিন কিঞ্চিত বিরক্ত রমনীর ধৃষ্টতা দেখে তাও উওর দিলঃ ওয়ালাইকুমাসালাম(হুজুর টাইপ মানুষ আগেই কইছিলাম)

রমনী আবার জিগায়ঃ এএসএল প্লিজ।

আমার কাজিন এইবার একটু ভ্যাবাচ্যাকা খাইয়া কয়ঃ জি বললামতো ওয়ালাইকুমাসালাম।কয়বার বলব?

রমনীঃ আরে বুঝলামতো । আপনার এএসএল টা জানতে চাচ্ছি।

মামুতো এইবার পুরা চিপায়।এইদিক দৌড়ায় সেদিকে জিগায়...বাসায় তার ছিল না ছোট ভাইটা যে তারে জিগাইব। আমারেও বলে ফোন দিছিল মাগার কেন জানি ধরি নাই। তয় হুজুরগোতো কিছু ইন্সট্যান্ট বিটলা বুদ্ধি থাকেই ...সো সে আর একজন রে নক কইরা জিগায় “এএসএল প্লিজ”।
এরপর আর কি কথিত আছে সেই রমনীর সাথে তার এখন খুবই দহরম মহরম মোলাকাত আছে। আল্লাহ তারে এবং আমগোরেও হেদায়েত করুক। বর্তমানে আমার কাজিন এএসএল মামু নামে পরিচিত এবং আমরা মুরুব্বিগোরে অতি উল্লাসে সালামের বদলে এএসএল দিয়া(কিংবা জিগাইয়া) বেড়াই।

ঘটনা-৩ (খাইসটা জোক)
সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ মুরুব্বিরা ইহা পড়া হইতে বিরত থাকুন।

অনেক যুগ আগে এক সিংহ দুপুরের ভোজন শেষে কিঞ্চিত আরাম লাভের অভিপ্রায়ে গাছ তোলায় শুইয়া নিদ্রাযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক একই সময় এক “যাহ দুষ্টু” টাইপ বানর ওদিক দিয়ে যাচ্ছি্লেন। যাওয়ার সময়ে কি এক দূর্নিবার কুচিন্তা তার মাথায় আসিল সে সিংহের পশ্চাদেশ মারিয়া (এজ মাইরা) লৌড় পারিল(দৌড় মারিল) ।

বানর কর্তৃক এহেন ধৃষ্টতায় সুদ-বুদ্ধি হারাইয়া সিংহও বানরের পিছনে পিছনে মারিল দৌড়।
বানর মহাশয় দৌড়াতে দৌড়াতে এক চলন্ত ট্রেনে চড়িয়া এক খালি কামরা দখল করিলেন এবং ওখানেই কার ফেলে যাওয়া বস্ত্র পরিধান করিয়া সংবাদপত্র মুখের সামনে ধরিয়া রাখিলেন যাহাতে উহাকে কেউ চিনিতে না পারে।

সিংহও বানরকে লক্ষ্য করিয়া ট্রেনে উঠিয়া পড়িলেন এবং জনে জনে জিজ্ঞাসা করিতে লাগিলেন তারা কেউ এক বানরকে দেখিয়া ছিলেন কিনা ।এভাবে করিতে করিতে উনি ওই কামরায় প্রবেশ করিলেন যেখানে আসামী বানর অবস্থান করছিলেন যিনি পত্রিকা কর্তৃক মুখ ঢাকিয়া রাখিয়াছিলেন

সিংহঃ ভাই আপনে এক বদমাইশ বান্দররে দেখছেন?

বানরঃ কোন বানর?যে আপনার এজ মাইরা পালাইছে?

মর্মাহত সিংহঃ দেখছেন কারবারটা?? ২ টা ঘন্টাও হয় নাই এজ মারছে...হালা হারামী এই কথা পেপারে ছাপাইয়া দিল।

অতোও কইলাম খাইসটা না দেঁতো হাসি


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনার জন্য উত্তম জাঝা।

দৃশা এর ছবি

আচ্ছা একটা পোস্ট ২ বার হয়ে গেছে। একটা কেমনে বাদ দিব?
কেরামতি করতে গিয়ে তো ফালতু বানায়ে ফেললাম?
আর এই ঝাজাটা কি কইবেনতো কেউ?গরররররর

দৃশা

নজমুল আলবাব এর ছবি

দৃশা, এএসএল প্লিজ হাসি

মগার এএসএল জিনিসটা কি?

আমিও দিলাম উত্তম জাঝা শয়তানী হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যে জন করিবে নামাজ ও রোজা
পরকালে পাইবে সে উত্তম জাঝা।

অমিত আহমেদ এর ছবি

ওরে সর্বনাশ!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

কনফুসিয়াস এর ছবি

দৃশা,
প্রথম অংশে ব্যবহৃত একটি শব্দ নিয়া আপত্তি আছে হাসি মুন্ডীকে মুন্ডু অর্থে ব্যবহারের তীব্র নিন্দা জানাই। আপনার জাঝা ফেরত লওয়া হইলো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

বড়ই আমোদদায়ক। আপনার জন্য উত্তম জাঝা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আসাদুজ্জামান রুমন এর ছবি

পাবলিকমহল বেশ মজাতেই আছেন দেহি। হাততালি

একবার ঝাজা দেন, আবার ফেরত লন। জনৈকা লেখিকা দেখি আবার নিজেই নিজের লেখারে ফালতু চিহ্নিত করেন।
কোন দুনিয়ায় আছি রে মনা?

হাসান মোরশেদ এর ছবি

দৃশা টা কেরে? কে জানি কইলো এইটা আমাদের শুভ মিয়া?
ঘটনা সত্য নাকি?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দৃশা যদি শুভ হয়, তবে ধুগো = শিমুল এইটা প্রমাণ আর বাকী থাকবে না।

হাসান মোরশেদ এর ছবি

বড়ই রং এর দুনিয়া!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দৃশা এর ছবি

ইয়া মাবুদে ইলাহী এ কি এ কি???
যেটা রে ফালতু কইলাম সেটা বাদ দিল না যেইটা ঠিক ছিল হেইটা বাদ দিল আমার এ সর্বনাশ কে করল?
কেউ কয় না কেন ঝাজা কি?হুদাই নিজেরা আমোদ লইতাছেন ...আমারে কন না কেন?আমিও আমোদ লমু...
নজমুল ভাই আপ্নে যদি কোন ঝাজা কি তাইলে আমি কমু এএসএল কি...ঈমানে।
রুমন খোকা তমারে একখান শালী দিমু...কইবা ঝাজা মানে কি?
কনফু ভাই দিলেন আবার ফেরতও নিলেন দেখলাম...মাগার যেঈটা লইয়া এতো হাউকাউ হেইটা কি?
মোরশেদ ভাই কি দিকদারীর মইধ্যে মরলাম রে বাবা...কেউ কয় ধুঃগো কেউ কয় শুভ...মেরা নাম্বার কেব আয়েগা?
শিমুল আপনারে ঝাজা টাইপ গান দিমু...কন তো ঝাজা মানে কি?

দৃশা

আরশাদ রহমান এর ছবি

মজা পাইলাম। বড়ই বদ মনে হচ্ছে আপনি হাসি

আমি মনে হয় একটু পুরানো দিনের তাই জিগাইলাম এএসএল জিনিসটা কি আসলেই জানিনা (চ্যাট করার সৌভাগ্য হয়নাই)

দৃশা এর ছবি

বদ?? আমি??!!আচাইর্য্য!! শুনেন আমার মত এমুন সজ্জন ব্যক্তি হ্যাজাক লাইট দিয়াও খুঁইজ্জা পাইবেন না।
এএসএল এর মানে কি কমু ...আগে কন ঝাজা র মানে কি? কইতে পারবেন?

দৃশা

আরশাদ রহমান এর ছবি

ঠিক আছে যান আপনি বদনা হাসি

ঝাজা শব্দ জীবনের প্রথন পড়ছি সামহোয়্যার রে।

ঝরাপাতা এর ছবি

ভালো সমস্যায় পড়েছেন আপনি। এই সমস্যা থেকে মুক্তি পেলে আপনাকে আবার দেয়া হবে উত্তম জাঝা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক এর ছবি

ঈমাণে কই, লাইফে প্রথম বার চ্যাট রুমে ঢুইকা এসএলএল দেইখা আমিও ওয়ালাইকুম কইছিলাম।
আর জাঝা কি এইটা জানতে হইলে আপনারে চিনতে হইব, মহাকবি জারীরকে... কবির নাম লিখা গুগল সার্চ দ্যান।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদ এর ছবি

জাঝা নিয়ে আমার টিউটোরিয়ালটা বুঝি পড়েননি?
লজ্জ্বা, লজ্জ্বা!!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

দৃশা এর ছবি

কবিগো থাইকা এমনেও আমি ১০০ মাইল দূরে থাকি...ঝাজার আমি গুষ্টি কিলাই...আমার জানার দরকার নাইক্কা...আপনেরাই মউজ লন...

দৃশা

নজমুল আলবাব এর ছবি

জাঝা বিষয়ে জানতে নিচে একটা টিপি দেন হাসি

http://www.somewhereinblog.net/blog/Jareerblog/28709473

শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি

দৃশা এর ছবি

আমি আশাহত...কিনা কি ভাবছিলাম আর কি পাইলাম...
বেবাক্তেরেই উওম জাঝা ।

দৃশা

ঝরাপাতা এর ছবি

হা হা হা!! আপনাকে সর্বশেষ উত্তম ঝাজা!!!
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

ওই মিয়া জাঝা জাঝা হুদা মুখে কইলে হইব?
পুরষ্কার কই?

দৃশা

ঝরাপাতা এর ছবি

দেখা হলে দিমুনে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শ্যাজা এর ছবি

খাদ্যদ্রব্য হবে পচে যাবে!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

ঝরাপাতা এর ছবি

না বুবু, খাদ্য-দ্রব্য না ! হাসি
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

খাইছে...মাইর নাকি?

দৃশা

ঝরাপাতা এর ছবি

নেগেটিভলি নিয়েনা। মাইররে পজেটিভলি ভাইবা দেখেন কি হয়। আবারো ঝাজা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ঝরাপাতা এর ছবি

নিয়েন না হবে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

আমি আগে একটু আপ্নেরে মাইরা দেখুম নে...দেন আপনার রিয়্যাকশন দেইখা বুইঝা নিমু নে কেমনে পজিটিভলি নিতে হয়...আমিতো কপাল দোষে মূর্খ... দেঁতো হাসি

দৃশা

ঝরাপাতা এর ছবি

ওহো উল্টা হইয়া গেলো দেখি ব্যাপার। আইচ্ছা দেখি নীচের বিপরীত শব্দগুলা ঠিতমতো বাইর করতে পারেন কিনা!

শব্দ - বিপরীত শব্দ
----------------
দিন - রাত
সাদা - কালো
রাজা -
মাইর -

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

দিন - রাত
সাদা - কালো
রাজা - প্রজা
মাইর - কঠিন মাইর

দৃশা

ঝরাপাতা এর ছবি

হা হা হা। আপনি ঝাজার মতো এখন মাইরের মইধ্যে আটকায়া গেছেন। আমি এবার মুভি দেখতে গেলাম। ইলাল্লাকা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।