একটি লিলিপুট ঘোষনা

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ থেকে প্রায় পনের মাস আগে একটা ই-বুক খোলা হয়েছিল বেশ জোশের সাথে, কিন্তু যতটা জোশ নিয়ে খোলা হয়েছিল ঠিক ততটাই খালি ছিল সেই ই-বুকের পাতা। কি কারনে, কেন, এসব জটিলশ্য ব্যাপারে না গিয়ে আর একটু সামনে এসে দেখলে আমরা দেখতে পাই ২০০৮ সালের ১৫ই ডিসেম্বর নুতন করে সচল মডুরা আমাদের সামনে এনে উপস্থিত করলেন সেই লুপ্তপ্রায় সম্ভাবনাময় ই-বুকটি।

আজ ২৬শে জানুয়ারী ২০০৯, খুবই আনন্দের সাথে জানাতে যাচ্ছি আমরা সচলবাসীরা মিলিতভাবে দেশাত্মকবোধক গানের সংগ্রহশালা “দেশের গানঃ এই সময়, সেই সময়” এ গানের সংখ্যা ৫০ এ নিয়ে গিয়েছি। এক মাসের চেষ্টায় ৫০টি গানের যাবতীয় তথ্য সহ একটি ছোটখাটো সংগ্রহশালা গড়ে তোলা বিশাল বড় কোন ঘটনা না হলেও নিতান্তই ছোট কোন ঘটনাও নয়! এই ছোট্ট সাফল্যের দিকে তাকিয়ে আজ ইচ্ছা করছে সমস্ত সচলবাসীর সাহায্যের উপর নির্ভর করে আরো একটি ইচ্ছার কথা ব্যক্ত করি। আমরা যদি প্রত্যেকে নিজেদের ব্যস্ত সময় থেকে খানিকটা সময় বের করে নিজ নিজ প্রিয় দেশাত্মকবোধক গান যাবতীয় তথ্যাদি সহ সংগ্রহশালায় একত্রীভুক্ত করতে পারি, তবে কি আগামী ২৬শে মার্চের মধ্যে গানের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়া অসম্ভব বলে মনে হয়?

এই লক্ষ্যে প্রতিটি সচলকে আজ বিনীতভাবে অনুরোধ করতে চাই এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। একজন না, দু'জন না বরং প্রতিটি সচল, অর্ধ-সচল, অতিথি লেখক থেকে শুরু করে সচলের নিয়মিত পাঠক, প্রত্যেকের মিলিত চেষ্টায় একটা শক্তিশালী তথ্যবহুল সংগ্রহশালা গড়ে তোলা কষ্টকর হলেও অসম্ভব কোন ঘটনা নয়। এটা কিন্তু প্রতিটা সচলের কাছে আমার একটা প্লিজ। হাসি

তবে এবার জাগো সচলবাসী জাগো...আরো একবার কোমর বেঁধে লাগো। দেঁতো হাসি

পুনশ্চঃ সম্মানিত মডুদের দৃষ্টি আকর্ষন করছি, আপনাদের জন্য গান (অবশ্যই একের অধিক) সংযুক্ত করা ফরজে আইন।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

বেশিরভাগ গানেরই গীতিকার, সুরকার কে জানি না। তাই আর পোস্ট দেয়া হয় না মন খারাপ


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দৃশা এর ছবি

এটা তো বিরাট কোন সমস্যা না অমিত। আপনি গান পোস্ট করেন যতখানি তথ্য জানা আছে তা দিয়েই, বাকীটা আমরা তো সবাই আছি, যার তথ্য জানা থাকবে সে তথ্য শেয়ার করবে। কিন্তু এর অভাবে গান দিবেন না এটা কোন কথা হল, আপনে বলেন?
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ইশতিয়াক রউফ এর ছবি

আপনার এই ই-বুক অনেক কাজে আসবে। বিশেষ করে প্রবাসী বাঙালিদের।

যন্ত্রী নেই বলে অনেকেই গানের অনুষ্ঠানের সময় দেশাত্মকবোধক গানের ক্যারেওকি খোঁজেন। সেই সংকলনটিও তৈরি করা গেলে ভাল হত।

দৃশা এর ছবি

ভাইরে যেটা ধরছি সেটা আগে শেষ করতে পারলে অন্য অনেক কিছুই করা সম্ভব হবে পরে। কিন্তু দুঃখের বিষয় ভাই আপনাদের সহযোগিতা পাচ্ছি না। ২০ মিনিট সময় বের করা কি খুব কঠিন ইশতিয়াক ভাই?
-------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

হাসান মোরশেদ এর ছবি
Bangla mayer.mp3

শাহ আব্দুল করিমের গান
সময়াভাবে লিরিক লেখা গেলোনা মন খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দৃশা এর ছবি

হাসান ভাই এটা এখানে দিলেন কেন রে ভাই?
সময় যখন হবে ভাইয়া প্লিজ লিরিক্স সহ গানটা উপপৃষ্ঠা হিসাবে যুক্ত করে দিয়েন ই-বুকটাতে। এইটা একটা প্লিজরে ভাই।
---------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

পরিবর্তনশীল এর ছবি

এটা ছোটখাটো খবর!

আনন্দে কিছু একটা করে ফেলতে ইচ্ছে করতেছে। নেটের স্পীডটা ভালো হয়ে গেলে দেখবেন গান দিয়ে এই আনন্দের প্রতিফলন ঘটাব।

অসাধারণ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

অসামান্য উদ্যোগ চলুক

খুব খুউব ভাল একটা কাজ হচ্ছে। সবাই অংশ নিলে শুধু ১০০ কেন, আরো বেশি হবে সংখ্যাটা- আমার বিশ্বাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।