ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায় মুখ খোলে না...

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিলগ(অর্থাৎ কিছু আপঝাপ)
....................

কিছুদিন আগে আমরা আমাদের ইনস্টিটিউটে বন্যার্তদের জন্য টাকার তোলার শর্টকাট প্রসেস হিসেবে একখান আনপ্লাগড কনসার্টের আয়োজন করেছিলাম । সেই কনসার্টেই একজনকে চমৎকার মজার এই গানটা গাইতে শুনলাম প্রথম...বেশ অনেকদিন পর এমন কিছু একটা শুনলাম যা একবার শুনেই পছন্দ হয়ে গিয়েছিল। বাড়ি এসে আন্তঃজালে তালাশ করা শুরু করলাম যদি গানখানা পাওয়া যায় সেই দুর্বিসন্ধিতে। মাগার কঠিন চিপায় পড়লাম যখন টের পেলাম যে, না গায়কের নাম জানি আমি না গানের নাম, কার লেখা তাও জানি না। মনে থাকার মধ্যে আছে শুধু গানের দ্বিতীয় লাইন। সীমাহীন মেজাজ খারাপ নিয়ে কিছুক্ষন মনের আশ মিটিয়ে বাংলার বুকে যত গালি আছে সব ঝেড়ে দিলাম। (কার উপর ওইটা কওন যাইব না...পীর সাহেবের মানা আছে।)চোখ টিপি

এর ২,৩ দিন পর প্রচন্ড জেদ নিয়ে গানের সমুদ্রে ঝাপ দিলাম আন্তজাল দিয়ে। ১৪০০০ হাজার গানের লিস্ট দেখে প্রথমে ভ্যাবাচ্যাকা খেলাম ...এতো কেবল শুরু নিশ্চয় আরও আছে !!! রীতিমত মা'য়ে তাড়ান বাপে খেদান টাইপ মুখ বানিয়ে খুঁজতে বসলাম। কোনদিন কোন গান খুঁজতে এমন কালঘাম ছুটেছে বলে মনে পড়ে না :(। এরমধ্যে দেখি আসিফ নামক গায়ক এই ক’বছরে কোটি কোটি আগড়ম বাগড়ম লিরিক্সের গান গেয়ে বসে আছে। একেতো হাজার হাজার গান এরমধ্যে এই "আ-চিপ" পোলাডার এইসব গান দেখে ইচ্ছা হচ্ছিল কষে একটা থাবড়া মারি। (আসিফ ফ্যান ক্লাবরা মাইন্ড খাইয়েন না...ওই মুহুর্তে আমার অবস্থাটা বুঝার চেষ্টা করেন।)

ফলাফলঃ হাজার হাজার গানে চোখ বুলানোর পর...বেশ কয়েক ঘন্টা সময় নষ্টের পর...২৭ খানা আপঝাপ গান ডাউনলোডের পর... অবশেষে পাওয়া গেল মিলন মাহমুদের গাওয়া "ভালোবাসার আহবানে" নামক এ্যালবামের গান "সে যে গভীর জলে যায়গো চলে কিনার দিয়ে আর চলে না"। আর আমি কিনা "ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায় মুখ খোলে না" লাইনখানা "ইয়া নফসী ইয়া নফসী" এর মত তসবিতে জপছিলাম। তবে যাই হোক গানটা শুনে সীমাহীন আনন্দ পেলাম। কেন কে জানে!!

মূল কথা (যা আমার ক্ষেত্রে ওলওয়েজ প্রিলগ মানে তবলার ঠুকঠাক অর্থাৎ আপঝাপ থেকে ছোটই হয়)
........................................................................................................................................
এতো কষ্ট করে যে গান খুঁজে বের করলাম ভাবলাম সবার সাথে গানখানা একটু মিলমিশ করে ভাগ-বাটোয়ারা করে শুনি। অনেকেই হয়তো আমার মত বুধাই না তাই আগেই গানটা শুনে ফেলেছেন, যারা শুনেন নাই শুনে জানায়ে যান-এই গানটার জন্য কি এতোখানি কষ্ট করা জায়েজ ছিল???(উত্তর কইলাম পজেটিভ আওন চাই ই চাই…)

সে যে গভীর জলে যায়গো চলে
কিনার দিয়ে আর চলে না ।।
ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায়
মুখ খোলে না ।।

সাপের মাথায় হইলে মণি
থাকে না তার উলটা ফণি ।।
ওরে গজমতি হইলে হাতীর
চঞ্চলা ভাব আর থাকে না ।।
ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায়
মুখ খোলে না ।।

ব্যাঙ্গের মাথায় লাল হইলে
দিবসে সে নাহি চলে ।।
ওরে গরুর মাথায় গো-রাশ হলে
লম্ফঝম্ফ আর থাকে না ।।
ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায়
মুখ খোলে না ।।
সে যে গভীর জলে যায়গো চলে

সরাসরি ডাউনলোড লিংক

[বিঃদ্রঃ আপনাদিগদের অবগতির জন্য জানান হইতেছে যে এই অধমের পূর্বে প্রকাশিত একটি পোস্টে সমগ্র সচলবাসীর তরে একখানা নির্দোষ আহবান পেশ করা হইয়াছিল, উহাতে সচলবাসীর নিষ্ক্রিয়তা দেখিয়া যারপর নাই আহত হইয়াছি। কৃপাপূর্বক আপনারা সেইখানে পদধূলি দিয়া আমাদের কাজখানা কিঞ্চিত আগাইয়া দিয়া আসুন। বর্তমানে আমরা কতিপয় বুধাই এই বিষয়ে কাজ করিতেছি। জ্বী জ্বী এখানে


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা তো মনে হয় পুরোনো একটা লোকগীতি!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দৃশা এর ছবি

প্রথমে জানা ছিল না ভাইজান। কথাগুলো যদিও ওইরকমই।
আর আমি এই লোকের গাওটাই খুঁজছিলাম।
যাউজ্ঞা ভাই বিষয় কি...গান তো দিয়া গেলেন না?
জলদি গান দেন।

দৃশা

অমিত আহমেদ এর ছবি

হাঃ হাঃ লেখাটা সেই রকম!
গানটা শুনতেছি। বেশ ভালই তো!

তবে কখন কোন গান কোন কারনে, কার কোন সময়ে ভাল লেগে যায় সে রহস্য এই পাঠককেও ভাবায়। আর সে সময়ের অনুভূতিটা কাউকে না বোঝাতে পারার একটা অসহ্যতা আছে, সেটাও মাথা খায়!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যাক দৃশার পরিশ্রম স্বার্থক। মিলন মাহমুদের কণ্ঠে ভালোই লাগলো।

বেঙের মাথায় লাল হইলে দিব শেষে নাহি চলে...
এই চরণের শেষ অংশ হবে দিবসে সে নাহি চলে।
গানটা শুনলাম কিন্তু সেইভ করে রাখবো কি করে বুঝলাম না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

এতো কষ্ট না কইরা যদি রেডিও টুডে তে নব ঘুরাতেন তাইলেই হইতো। এই গানটা দিনে চারশবার প্রচারিত করে এরা গানটার প্রতি আমার ভালোলাগার বারোটা বাজিয়ে দিয়েছে।

গানটি এখানে দেয়ায় আপনাকে ধন্যবাদ।

হাসান মোরশেদ এর ছবি

কিন্তু মুক্তো বের করে আনতে হলে তো ঝিনুকবেগম রে হা করাইতেই হইবো ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দৃশা এর ছবি

অমিত একদম হাছা কইছুন।

শোহেইল ভাই ঠিক কইরা নিলাম। থ্যাংকু। আমি ২ টা অপশেন দিলাম তো। হয় এস্নিপ্স থেকে ডাউনলোড করেন নয়তো সরাসরি ডাউনলোড লিঙ্ক থেকে সেভ কইরা ফেলান।

আরিফ ভাই আমার কপাল খারাপ একবারও রেডিও তে শোনা হয় নাই। আর এইসব আর.জে গুলার ভড়ং ছড়ং এর জ্বালায় বেশীক্ষন রেডিও শোনা আমার জন্য টাফ।

আরে হাসান ভাই ওইটা মানব প্রজাতি ঝিনুক রে ধবংস কইরা দেন বের করে । ঝিনুক বেচারাতো নিজ শখে খুলতে চায় না। মানব প্রজাতি(আমিও আছি) বড়ই কুটিল । সুন্দর জিনিস দেখলেই হেগো মাথা আউলায়...আর সব ভাইঙ্গা চুরমার করে।

কিন্তু কাহিনি কি? আপনারা কেউই কিন্তু গান দিয়া গেলেন না।

দৃশা

বিপ্লব রহমান এর ছবি

সে যে গভীর জলে যায়গো চলে
কিনার দিয়ে আর চলে না ।।
ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায়
মুখ খোলে না ।।

অসাধারণ! আপনাকে অনেক ধন্যবাদ।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দৃশা এর ছবি

আপনাকেও ধন্যবাদ । হাসি
নীচের লিংক্টায় গিয়ে গান দিয়ে আসতে ভুলবেন না।

দৃশা

নিঘাত তিথি এর ছবি

হু শুনেছি আগেই। মিলন মাহমুদের নেসক্যাফে থিম সং "চলো সবাই" শোনার জন্য সিডিটা কিনেছিলাম, কিন্তু দেশে ফেলে এসেছি। অসংখ্য ধন্যবাদ লিংক দেবার জন্য।

এই এলবামের আরেকটা অসাধারণ গান আছে, "আমি যাবো না যাবো না, কোথাও যাবো না"। এটা অবশ্যই শুনবেন। লিংক দিলাম না, আপনি তো খুঁজে বের করতে মাশাল্লাহ ওস্তাদ। দেঁতো হাসি

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

দৃশা এর ছবি

তিথি বেহেনজ্বী আপনারেও ধন্যবাদ।
ওই গানখানা শুনেছি । আছেও মনে হয় আমার কাছে।
গানটা মিলন মাদমুদ গেয়েছে জানলে এমন করুন অবস্থা হইতো না। মন খারাপ

দৃশা

মঞ্জু এর ছবি

ভাই, এটা আমার একটা প্রিয় গান। আপনার মতো আমারও একই অবস্থা হয়েছিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।