সচলায়তনের জন্য একখান অচল উপহার

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ০২/০৭/২০০৭ - ৩:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোট্ট একটা বাচ্চা যখন প্রথম হাটতে শেখে তখন কত অসংখ্য বারই না সে হোচট খায়…এভাবে হোচট খেতে খেতেই সে হাটতে শেখে...তোতলান আধো আধো বুলিতে কথা বলতে শিখে। এভাবে সচলায়তনও একদিন গুটি গুটি পা ফেলতে ফেলতে দৃপ্ত পায়ে চলতে শিখে যাবে, আর হোচট খেলে আপনারাতো আছেন শক্ত হাতে তুলে ধরবার জন্য । তার হাটতে শেখার প্রাক্কালে আমার ছোট্ট উপহার(চাপাবাজি...টেস্ট করতাছি লিঙ্ক এড করতে পারি কিনা) ।

শাফকাত আমানাত আলীর গাওয়া এবং মীর আলী হুসেইনের লেখা এ গানটা ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দ।
দেখা যাক আপনাদের কেমন লাগে।

ইয়ে হোসলা ক্যায়সে ঝুকে
ইয়ে আরজু ক্যায়সে রুকে।।

মাঞ্জিল মুশকিলতো ক্যায়া,
বুন্দলা সাহিলতো ক্যায়া,
তানহা ইয়ে দিলতো ক্যায়া।

রাহ পে কাঁনটে বিখরে আগার,
উসপে তো ফির ভি চেলনাহি হে,
শাম ছুপালে সুরাজ মাগার,
রাতকো একদিন ঢালনাহি হে।।

রুত ইয়ে টাল যায়েগা,
হিম্মাত রাং লায়েগি,
সুবহা ফির আয়েগি।।

ইয়ে হোসলা ক্যায়সে ঝুকে
ইয়ে আরজু ক্যায়সে রুকে।।

হোগি হামে তো রেহ্মাত আদা,
ধুপ কাটেগি ছায়ে তালে,
আপনি খুদাসে হে ইয়ে দুয়া,
মাঞ্জিল লাগালে হমকো গেলে ।।

যুররাত সো বার রেহে,
উঁনচা ইকরার রেহে,
জিন্দা হার পেয়ার রেহে।।

ইয়ে হোসলা ক্যায়সে ঝুকে
ইয়ে আরজু ক্যায়সে রুকে।।

বিলেটেড হেপি বার্থ ডে সচলায়তন।
ইয়ে হোসলা


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

কেয়া বাৎ হ্যায়! কেয়া বাৎ হ্যায়!
(৮৪ প্রকারের বাইরে)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৃশা এর ছবি

বলাই ভাইজানের বাতের ব্যামো আছে? দুঃখজনক...
তয় আপনার খবর আছে...আমার নামে ভুল ইনফরমেশন পাচার করেন...মানহানির কেস ঠুইকা দিবাম কইলাম।

দৃশা

সুমন চৌধুরী এর ছবি

বাহ্
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দৃশা এর ছবি

বদ্দা আপনার নাম বদ্দা হইল কেমবে?

দৃশা

সুমন চৌধুরী এর ছবি

ধূসর গোধুলি শুরু করছে...তারপর বাকিরা...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

বহুত খুব।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

মারহাবা মারহাবা উঁই ঊঁই

দৃশা

অচেনা এর ছবি

আপনারা এসনিপসে এইসব ক্যান যে দেন আমার
বুঝে আসেনা। ডাউন লোড করা যায় না লগ ইন
না করে। শোনা যায় না স্পিডের কারনে। গরররর

-------------------------------------------------

যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

দৃশা এর ছবি

যান আপনার সুবিধার্থে ডাউনলোড র অ ব্যবস্থা কইরা দিলাম...তয় একাউন্ট বানান লাগব । বানাই নেন পরে কামে দিব।
ইয়ে হোনসলা

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।