জেলার নাম লালকুপি - ১২

দুর্দান্ত এর ছবি
লিখেছেন দুর্দান্ত (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০০৯ - ১১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
শেভরনের ৬.৬ টিসি এফ এর আবিস্কারের খবরটি নিয়ে সাড়া পড়ল না কেন বুঝতে পারছি না। খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। কিন্তু এত বড় একটি আবিস্কার নিয়ে শুধু এফপি খবর দিচ্ছে। দেশের কাগযে এ নিয়ে খবর কই? শেভরনের সেই মুচাই গ্যাস কম্প্রেসর বা আরো পুরোনো অক্সির বিবিয়ানার আগুন নিয়ে কেউ আর কোন কথা বলছে না।

রমজানের হরতালের পর কি হল কেউ কি বলতে পারবেন? কমিটির পরবর্তি কর্মসূচীই বা কি? মে জে সুবিত বলেছিল যে সংসদীয় কমিটির সাথে আনু স্যার বা কমিটির নেতার সাথে বসা হবে, তা কি হয়েছে? খবরের কাগজ, টেলিভিশন বা ঢাকায় যোগাযোগ করে এ নিয়ে অনেকদিন কোন খবর পাচ্ছিনা। কেউ কি কিছু জানেন?


চড়ুই এর মত সচলে ঢুকি, দুই একটা কমেন্ট করি আবার বেরিয়া যাই। সচল পরিবারের ক্যাম্পাস ক্যাম্পাস অনুভবে প্রান ভরে শ্বাস নেই। দুর থেকে যতটা নেয়া আর কি। সচল না থাকলে লাঞ্চ-ব্রেক, আর অলস সন্ধ্যাগুলোর আর গতি থাকতো না।


বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু ইংলিশ চ্যানেল পেরিয়ে এলো গত সপ্তাহান্তে। দুরমুশ প্রকল্প শেষ এ একটু জিরিয়ে নিতে। অনেক দিন পর জম্পেশ আড্ডা হল। কোথায় ঘুরাই? আমস্টার্ডামের লালকুপি এলাকা, খালপাড়, রটার্ডামের বন্দর এলাকা, এই তো। বসন্ত-গ্রীষ্মের টিউলিপে রঙীন ক্ষেতে এখন আলু আর পেয়াজের ফসল - তোলার অপেক্ষায়। কাছাকাছি আছে কিছু হাওয়াকল। ৩০ মিনিটেই পৌছে গেলাম কিন্ডার্ডাইক। সাইকেল ভাড়া করে ঘন্টা দুই বেশ হাওয়া খেয়ে এলাম।
বাতাসে শরতের ঠান্ডা। তবে রোদটা উঠেছিল চমতকার। বন্ধুর ক্যামেরায় তোলা কয়েকটি ছবি দেখুন।

auto

auto

auto

auto

auto


মন্তব্য

তানবীরা এর ছবি

এই ব্লগটা একটু অন্যরকম। আর দুই ঘন্টা চালাইলেতো আমাদের সাথে চা - কফি খেয়ে যেতে পারতেন।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- তাতাপুর সাথে আরও ঘন্টা দেড়েক যোগ করলে নাহয় এ যাত্রা কোলনেই একটা হাদুমপাদুম হয়ে যেতো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুর্দান্ত এর ছবি

আইসা পড়ুম কিন্তু। পাখালীরে দিয়া ভাল কইরা খিচুরী আর হাসের গোস্ত রাইন্ধা রাখো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথম ছবিটা একটু ঝাপসা মনে হলো... পরেরগুলা সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মামুন হক এর ছবি

বস ছবিগুলা দুর্দান্তের মতোই হইসে হাসি
কিন্তু ডাইনে দিয়া বেশি বাইরে গেলোগা কেম্নে বুঝলাম না।
তেল গ্যাস নিয়া তেমন কিছু জানিনা, জানলে বলতাম।
আপ্নে ভালো আছেন তো পরিবার নিয়া ?

দুর্দান্ত এর ছবি

ছবি তো আমি তুলি নাই, তুলেছে দোস্ত, তাকে আপনার অভিনন্দন জানিয়া দিলাম।
আমি তো পিকাসা থেকে ছবি নিয়ে একটার নিচে একটা সাঁটালাম। কেন সবগুলো এক লাইনে এলো তা বুঝতে পারছি না। সচলে তো আপনার ছবিগুলো বেশ সুন্দরভাবে আসে। একটু শিখান না।

নৈষাদ এর ছবি

ভাল লাগল ছবি গুলো।

শেভরনের ৬.৬ টিসিএফ এর আবিস্কারটা নতুন না। আগের রিজার্ভকে পূনর্মূল্যায়ন করায় ২ টিসিএফ বেড়েছে, এই যা। এ নিয়ে পত্রিকাতে লেখালেখি হয়েছে। তার মানে দাড়াচ্ছে শেভরন এখন প্রতিদিন বেশি পরিমান গ্যাস তুলতে পারবে।

কমিটির পরবর্তি কর্মসূচী কী তা জানিনা। তবে পত্রিকার খবর আনুযায়ী আগামী ১০ তারিখের মধ্যে পিএসসি স্বাক্ষরের প্রাথমিক ধাপের কাজ শেষ হবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।