কবিতার মৃত্যু

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: সোম, ১৮/১০/২০১০ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো এক কবিতা খুঁজলো মাতৃজঠর, হিরন্ময় মন 
সার্থক কোনো ধাই, এক সত্যিকারের কবি।
 
ব্যস্ত ড্রয়িংরুমে অজস্র কবিতার স্তূপ,
দর্শনপ্রার্থীদের সমাবেশ ঠেলে
আমাদের কবিতাটি পৌঁছলো
কবির শিয়রে। বসে শুনালো
কীভাবে দিগন্তের
এ প্রান্ত থেকে ও প্রান্ত
উড়ে যায় এক একটি ধূমকেতু-
বধুর মুখ ভেবে দু’হাতে সোনালি ধানের শীষ
কেন তুলে নেয় একটা কৃষক-
একটা ঋতু কেন ফলবতী হয়-
এই যে সভ্যতার ঘাম
তাকে আড়াল করে কী করে মেঘদল
ছুঁয়ে ছুঁয়ে আসে পর্বতমালা
  
সেই গল্প।
 
কবিতার ভর প্রত্যাশা করে যেটুকু সময়
সেটুকু সময়ও
মুমূর্ষু কবির হাতে ছিল না বলে
মহত্ত্বের বিনিময় হলো না আর
মানুষ গ্রহন করলো ধর্মকে
মানুষ আত্মস্থ করলো বিজ্ঞান
মানুষ শিখে নিলো রাজনীতি, বিপ্লব, ঘরসংসার।


মন্তব্য

স্পর্শ এর ছবি

অসাধারণ!
সকালটাই শুরু হলো সুন্দর একটা কবিতা পড়ে। কবিকে ধন্যবাদ। হাসি

btw: এবার আপনার একটা বই কি হতে পারে?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফারুক হাসান এর ছবি

ধন্যবাদ স্পর্শ!

বই বেরুবার সময় এখনো হয় নাই। আমার তাই মনে হয়। আরো লেখা প্রয়োজন। ব্লগে লিখে আগে হাত পাকাই, তারপর দেখা যাবে। এও তো এক ধরণের প্রকাশ।

ফারাবী [অতিথি] এর ছবি

এ কোন কবিতা? এই মুমূর্ষু কবি কে? সব না জেনেও বলতে পারি অদ্ভুত সুন্দর একটা কবিতা। আচ্ছা 'ধাই' এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে?

ফারুক হাসান এর ছবি

ফারাবী, কবিতার মজাই এইটা। প্রশ্নগুলোর যে কোনো উত্তর আপনি ভেবে নিতে পারেন। আবার উত্তর না জানলেও ক্ষতিবিশেষ নেই। অনুভূতিই মূলত কবিতার প্রাণ।

ধাই বলতে আমি বুঝাচ্ছিলাম ধাত্রী, যে নবজাতককে ভূমিষ্ঠ করে।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল। চলুক

কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

কবি,
ভালো লাগলো আপনার কবিতা। মনে পড়ে গেল শামসুর রাহমানের 'ধুলোমাখা জলরং',
"কে তুমি নিষ্ঠুরতমা এভাবে যাচ্ছো ফিরে কবিকে না দেখেই?"
"একালের সর্বশ্রেষ্ঠ কবিতা আমি, যার জন্য কবি মাথা কুটে মরেছে রাতভর। আমার আগমনের আগেই তার অন্তর্ধান; সে প্রকৃত প্রতীক্ষা শেখেনি।"
(শামসুর রাহমান, 'ধুলোমাখা জলরং', মেঘলোকে মনোজ নিবাস)
রোমেল চৌধুরী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।