তার চেয়ে ঢের ভালো

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ১২/০৯/২০১২ - ৯:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাকে লুকাবো না, তার চেয়ে ঢের ভালো যদি জেনে যাও।

লুকাবার কিছুই নেই অপর্ণা,
যেমনটা শাড়ির দেয়াল লুকায় না তোমার ঘ্রাণ
কিংবা আমার পশুত্ব - লোভী অভিমান।

লুকিয়ে লাভ কী বলো?
আমাদের জাতপাত, বিছানাবাণিজ্য, কুষ্ঠের দাগ
অহমের ডানায় ভর করে দুজনের কেন্দ্রে জায়গা করে নেবেই।
রাতের দাগ শুকালে আসবে ভাতের হাড়ির মত খসখসে সকাল
নিশীরমণীর চটা ঘুম ঘেষে উদোম হবে আমার সত্ত্বা -

তার চেয়ে এই ভালো - তোমাকে দেখিয়ে উড়ে যাক সাতটি তারার ফুল
অনুতাপের আগুন কে নেভাতে পারে একাকীত্বের জলে?


মন্তব্য

অনিকেত এর ছবি

জট্টিল লাগল --- গুরু গুরু
ভিন্ন প্রসঙ্গেঃ এত ডুব মারেন ক্যান?

শুভেচ্ছা নিরন্তর

ফারুক হাসান এর ছবি

ডুবতে পয়সা লাগে না চোখ টিপি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কোনটা যে আসলে ভালো বলা মুশকিল - জানা নাকি না জানা। না জেনে থেকে যে বেকুবের আনন্দ তার চেয়ে জানার কষ্টটা কখনো কখনো ভালো বোধ হয়। আবার কখনো অজ্ঞতাকেই আশীর্বাদ বলে মনে হয়।

তবে আপাতত এ'টুকু বলতে পারি - এই কবিতাটা ঢেড় ভালো।

অটঃ আপনার বেয়াই-এর খবর কী? তিনি সুস্থ্য আছেন তো?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফারুক হাসান এর ছবি

অনেক ধন্যবাদ, পাণ্ডব দা। মন্তব্য ও বানানটার জন্য।

বেয়াই সুস্থ্য আছেন।

তানিম এহসান এর ছবি

খুব, খুব ভালো লাগলো।

ফারুক হাসান এর ছবি

ধন্যবাদ!

রোমেল চৌধুরী এর ছবি

রাতের দাগ শুকালে আসবে ভাতের হাড়ির মত খসখসে সকাল

এই-ই সত্য। যদিও কখনও কখনও তা অলীক অন্যরূপ হয়ে বাজে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ফারুক হাসান এর ছবি

আসলেই তাই, কবি।

অতিথি লেখক এর ছবি

বেশ চলুক

হিল্লোল

ফারুক হাসান এর ছবি

হাসি

স্যাম এর ছবি

চলুক চলুক

ফারুক হাসান এর ছবি

হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

অনেকদিন পর নতুন কবিতা পড়ে শান্তি পেলাম হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফারুক হাসান এর ছবি

আপনার মন্তব্যে খুশি লাগছে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

তার চেয়ে ঢেড় ভালো, এই 'ঢেড়' বলতে কা অধিক বুঝিয়েছেন ? তাহলে তো বানানটা বোধহয়, 'ঢের' হবে। মাফ করবেন, আমার ভুলও হতে পারে।
কবিতা, ভাল লেগেছে।

ফারুক হাসান এর ছবি

ঠিক করে দিলাম। ধন্যবাদ।

স্বয়ম এর ছবি

ঢের ভালো
কোবিতা‌‌য় অনেকটা বৈপরিত্য বাসা বেঁধেছে। এটাই সাভাবিক। ভালো লেগেছে। বিশেষত শেষ লাইন।
”অনুতাপের আগুন কে নেভাতে পারে একাকীত্বের জলে?“

স্বয়ম

ফারুক হাসান এর ছবি

বৈপরীত্য নিয়েই তো জীবন। ভালো থাকবেন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সুন্দর...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক হাসান এর ছবি

হাসি

ক্রেসিডা এর ছবি

দারুন - এক কথায় হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ফারুক হাসান এর ছবি

থ্যাংকু!

মণিকা রশিদ এর ছবি

ভাললাগা জানিয়ে গেলাম।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফারুক হাসান এর ছবি

হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ভালো লাগল, সিরাজী ভাই! হাসি

ফারুক হাসান এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

স্পর্শ এর ছবি

একে বলে কবিতা।
ভালো লাগলো খুব!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

"রাতের দাগ শুকালে আসবে ভাতের হাড়ির মত খসখসে সকাল"

হাড়ির মত খসখসে সকাল- উপমাটা মনে দাগ কাটলো।

সুন্দর।

রাশেদুল ইসলাম ফরহাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।