বাতাসের অনিচ্ছাকৃত ভুল

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বিষ্যুদ, ২৮/০৭/২০১১ - ১২:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কালামের ঠোট বেয়ে চুঁয়ে পড়ছিলো মদ
মদের গন্ধ, ভুড়ভুড়ে গন্ধ, ফুরফুরে মন নিয়ে
মদ
যেনো কৈলাসের জল, বলছিলো নেপাল ফেরত সগির
আর আমাদের পরিচিত বাতাসেরা, আহা, তাহাদের অনিচ্ছাকৃত ভুল
মুমুর চুলে দোল খেয়ে
ধরা পড়লো দশদিন জেল খাটা কালামের চোখে

চাঁদের আলোয়, আলো গলে মিশেছিলো হ্রদের বুকে
দূরের পাহাড় নৌকার ছই ছাড়িয়ে নক্ষত্রের কান্না ছুঁয়ে দিলো।
আমি এসব থেকে দূরে তখন তাসের মত হাতে ধরে এক একটি পলাতক দিন
গুনছিলাম।
অতীত, সময়ের হীরকখচিত দানা
কালামের ঠোট থেকে মদের মতন হারিয়ে যাচ্ছিলো অন্তঃস্থ গলিতে।


মন্তব্য

প্রখর রোদ্দুর এর ছবি

অতীত, সময়ের হীরকখচিত দানা
কালামের ঠোট থেকে মদের মতন হারিয়ে যাচ্ছিলো অন্তঃস্থ গলিতে।
ভালোলাগার রেশ অতীতের দিকে তাকিয়ে বর্তমানের এইতো এক দুই পা করে তবুও....... ভালোলাগার রেশটুকুন...

অনিকেত এর ছবি

ওয়েলকাম ব্যাক বস!
এই কবিতাটা তোমার অন্য কবিতাগুলোর চেয়ে আলাদা---

শুভেচ্ছা রইল

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চাঁদের আলোয়, আলো গলে মিশেছিলো হ্রদের বুকে
দূরের পাহাড় নৌকার ছই ছাড়িয়ে নক্ষত্রের কান্না ছুঁয়ে দিলো।
আমি এসব থেকে দূরে তখন তাসের মত হাতে ধরে এক একটি পলাতক দিন
গুনছিলাম।
অতীত, সময়ের হীরকখচিত দানা
কালামের ঠোট থেকে মদের মতন হারিয়ে যাচ্ছিলো অন্তঃস্থ গলিতে।

আমার কাছে দারুণ লাগলো কবিতাটি!!!! চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।