মেঘ বন্দনা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: সোম, ০৫/১০/২০০৯ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ঝরাপাতার 'বৃষ্টি বিলাস' পড়ে)

আকাশ জুড়ে মেঘের আনাগোনা,
মনের মধ্যে তা-তা-থৈ-থৈ।
মেঘ, আজ তুই ঝরে খুশী হ,
আজ তুই ঝরিস মন মতো,
যতো চায়, যেমন চায়, তেমনই
ঝরিস; বান থেকে ঝরে ঝরে
প্লাবন হো্স আজ, আর কোন
বাঁধা নেই; প্রবল, মৃদু, মাঝারী -
যেমন চায়, আজ তোর, তেমন
ইচ্ছের দিন; শুধু তুই ঝরে ঝরে যা,
ভাসা দু’কুল, যা কিছু সংরক্ষিত,
তার সব ভেসে যাক আজ।
পৃথিবীর যত গ্লানি, যত কালো
জমে আছে বুকে, আজ, তুই তারে
ভাসা; ঝর, ঝর, কেবলই ঝরে
ঝরে আয়। আমি তোর গানে
প্রানে লাগাবো সবুজ, চাতকের
মতো বসে আছি, আবাল্য প্রতীক্ষায়;
তোর জলে, উল্লাসে, আমারও
হবে ফের, নব অবগাহনের,
পুর্ন অভিসার। আজ তুই ঝর, মেঘ,
তুই আজ ঝরে যা তাথৈ তাথৈ।


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

কেমন যেন একটানে পড়া হয়ে গেলো, বোঝার আগেই!

ভালো লাগলো ছন্দের এই ব্যাপারটা!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আজ সকাল থেকেই থেকে থেকে অঝোর ধারায় বৃষ্টি। আকাশের মুখ ভার বলা ঠিকনা, বরং বলা ভালো কালো হাতির মত মেঘের দল শুঁড় উঁচিয়ে আছে। আর এমন সময়ে আপনার এই কবিতা। কপাল মন্দ আমার, এমন আবহে বসে অফিস করতে হচ্ছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।