কার ডাকে ঘরে ফিরি

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ৩০/১০/২০১০ - ৯:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কার ডাকে ঘরে ফিরি?
কে দেয় সেই ঘর ছাড়া ডাক?

সেই পথে হাঁটা
বিকেলের বুক চিরে -

হাত ছুঁয়ে গেলো, ছুঁলো বুঝি?

এই পথ চলা, এই হাঁটাহাঁটি, চলা নাকি?
নাকি প্রতি পায়ে আরও দূরে চলে যাওয়া?

এই বুঝি শেষ হাঁটা?
দূর দেশে?
যেই পথ গুটায় প্রতি পায়ে,
সেই পথ, পথ বুঝি?

কার ডাকে ঘরে ফিরি?
কে দেয় সেই ঘর ছাড়া ডাক?


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভালো লাগলো কবিতাটা।

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে কবিতা।

অনন্ত

তিথীডোর এর ছবি

"তোমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া---
সমস্ত সংসার, হাওয়া উঠছে নীল ধূলোয় সবুজ।
অদ্ভুত!
হাঁটি ধারে ধারে, ফিরি মাটিতে মিলিয়ে...
আমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া।।"
#অমিয় চক্রবর্তী

চমৎকার লাগলো!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

ঘরই বোধহয় ঘরছাড়া ডাক দেয়, তাই বাড়ি ফেরে বুড়ো সাইলাস, শান্তিতে দু'চোখ মুদবে বলে।
রোমেল চৌধুরী

শাহেনশাহ সিমন এর ছবি

আপনার কবিতা আগ্রহ নিয়ে পড়ি ফারহান আখতারের গান শুনে লেখা 'আমরা' কবিতাণু পড়ার পর থেকে। বেশ লাগলো।

পড়া এবং না-পড়া কবিতাগুলো মলাটবন্দি হোক, প্রত্যাশা রইলো আবার হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।