হারানো মেঘে হারানো বৃষ্টি

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ১০/১২/২০১০ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আকাশের কাছে বৃষ্টিকে সাবলেট দেয়া ছিলো,
তারপর থেকেই গ্যাছে দখলীস্বত্ব,
এখন কখন বৃষ্টি পড়ে, পড়েনা,
রংধনু ওঠে, ওঠেনা,
তার ‘পর আর কোন হাত নেই;
শুধু ভিজে যাবার জন্য এখনও দারুণ তৃষ্ণায়
কদমফুলের ঠোঁটের মতো শত শিহরণে
জেগে থাকি অপার অপেক্ষায়।

মানিব্যাগ থেকে ছলকে পড়ে তেমনই,
একটুকরো মেঘ কখন হারিয়ে গ্যাছে ফুটপাতে,
নাকি তাকেও আকাশ কুড়িয়ে পেয়েছে কখন কে জানে,
এখন আকাশের রোমশ বুকে কখন সে আসে, কখন সে যায়,
সে খবরে কার আছে আর অধিকার?
হারানোর অপরাধে, ভীষণ বজ্রপাতে কেবলই সে শাসাঁয়,
একদম না ফেরার।

দ্যাখো, ছেলেমানুষী অভিমানে ওরা এমনই দূরে চলে গ্যাছে
যে নদীর উৎসমূল খুঁজে পেতেও এখন
ভীষণ কষ্টপাত হয়, যেন জলেশ্বরীর সাথে
আমারও পুড়েছে কপাল,
অসময়ের নিদারুণ খরা-জ্বরে।


মন্তব্য

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

অসম্ভব সুন্দর কবিতা !

অতিথি লেখক এর ছবি

কবিতাটা দারুন লাগল।

অনন্ত

তিথীডোর এর ছবি

দুর্দান্ত!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

প্রথম লাইনটাতেই আটকে আছি কখন থেকে...
চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রোমেল চৌধুরী এর ছবি

প্রথম দুই স্তবকে অসাধারণ কল্পনাশক্তির প্রকাশ আর শেষস্তবকে নিদারুণ খরা আর গ্রহনের কালে নিগূঢ় জীবনদর্শন অভিভূত করলো।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ। সিম্পলি অসাধারণ

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

দ্যাখো, ছেলেমানুষী অভিমানে ওরা এমনই দূরে চলে গ্যাছে
যে নদীর উৎসমূল খুঁজে পেতেও এখন
ভীষণ কষ্টপাত হয়, যেন জলেশ্বরীর সাথে
আমারও পুড়েছে কপাল,
অসময়ের নিদারুণ খরা-জ্বরে।

সত্যিই ...কি বলব, চমৎকার চলুক

---নুশান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।