তৃষিত ভাবনারা জলপান করে বৃষ্টিতে

কালবেলা এর ছবি
লিখেছেন কালবেলা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/০৪/২০০৮ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

।।১।।
তৃষিত ভাবনারা জলপান করছে বৃষ্টিতে ভিজে-
তাই, আমিও একটা সিগারেট ধরালাম।
আটকে পড়া বাতাসের গায়ে হেলান দিতেই-
বারান্দার ফুলগাছ গুলো চোখ ফিরিয়ে নিল।
অনতি দুরের অন্ধকার ফুঁরে উকি দেয় কারো মুখ
নিকোটিন মিশ্‌ছে রক্তে, ফুসফুস পেরিয়ে।
আমার ভাবনারা ওদিকে ভিজেই চলে।
।।২।।
আজো কেমন মিশে আছো রক্তে, ভাবনাতে
নিকোটিন দিয়ে কিছুটা ডাইলুট করার চেষ্টায় সিগারেট খাইনা-
বরং ,
ক্লাস নাইন থেকে খাই বলেই এখনো খাই।
খাই, ছাড়তে পারি না বলে।
যেমন পারিনা তোমাকে।

কালবেলা


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, আনোয়ার সাদাত শিমুল। কৃতজ্ঞ হলাম।

নজমুল আলবাব এর ছবি

ভালো না শুধু অনেক ভালো

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

শুধু ধন্যবাদ না, অনেক অনেক ধন্যবাদ @ নাজমুল আলবাব। আপনার মন্ত্যব্যে লেখার অনুপ্রেরনা পেলাম।

কালবেলা

সুলতানা শিরীন সাজি এর ছবি

ভালো লাগলো।
"আটকে পড়া বাতাসের গায়ে হেলান দিতেই-
বারান্দার ফুলগাছ গুলো চোখ ফিরিয়ে নিল।"
ফুলেরাও জানে নিকোটিনের ধোঁয়া ভালো না।
শুভেচ্ছা থাকলো।

অতিথি লেখক এর ছবি

সাজি'বু,
হা...হা...কি আর বলবো!! হ্যাঁ ফুল জানেই বটে!!

এই মুহুর্তে মনে পড়ছে গোলাপী রং-এর গোলাপফুলটা। শিশির পড়ে কেমন টকটকে হয়ে ছিল। ঠিক যেন কার মুখ!! সেই মুখ নিকোটিনের ধোঁয়া দেখলেই ভ্রুকুটি করে নিজেকে ফিরিয়ে নিত......!!

-------------
কালবেলা

স্বপ্নাহত এর ছবি

পুরা সেইরকম।

আপনার এই লেখা ক্যামনে আমার চোখ এড়ায়া গেল ইয়ে, মানে...

খাই, ছাড়তে পারি না বলে।
যেমন পারিনা তোমাকে।

আমি তো খাইনা।তাও কেন ছাড়তে পারিনা?? মন খারাপ

লাস্ট কথাঃ বলেন তো আমি কে?? চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

যাক, খুঁজে পেয়েছ যখন এইটাই শুকরিয়া!! ধন্যবাদ পড়ার এবং মন্তব্যের জন্যে।
---------
ম্‌ম্‌ম্‌...আমার ধারনা যদি মিথ্যা না হয় তাহলে তুমি(তুমি করে বলার রিস্কটা নিয়েই ফেললাম, ভুল হলে পরে দেখা যাবে)তুমি হচ্ছ সেই, যার এক চন্দ্রিমা তিথি ছিল। যে “দীর্ঘশ্বাস” ফেলে বলেছিলে “শোন”, তারপর শুনিয়েছিল “বৃষ্টি কথন”। একদিন সেই তিথির বিসর্জন ঘটল। দুজন দুজনকে আলাদা করে নিলে ঠিকই কিন্তু, মনে মনে রয়ে গেল অনেক বছরের ভালোবাস’র অমলিন মূহুর্ত। তুমি সেগুলো নিয়ে লিখলে-“দুটো মানুষের একটি গল্প”, “ একটি দুঃখ কাব্য”, “আমার ডায়েরী”, “তোমাকে নিয়ে লেখা”।
জাহিদ রেজা ভাই.........”না বলে চলে যাওয়া এক প্রিয় মানুষের কথা” বলছিলে বোধয়!! এরপর আরো কিছু শুনছিলাম তোমার কাছে ...। হঠাৎ একদিন “ কিছু চিঠি...আর ...কিছু স্মৃতি” মনে করে “স্বপ্নাহত” হলে তুমি। হাসি...অবশেষে ভালোবাসার দিনে ......”শোন, আমি তোমাকেই ভাবছি......” বলেই হাওয়া হয়ে গেলে......।।(হাসি)

......
কালবেলা

--------------
"আপাতত সচল হবার স্বপ্ন দেখছি"

অতিথি লেখক এর ছবি

উপরের মন্ত্যব্য @ স্বপ্নাহত

......।

কালবেলা

--------------
"আপাতত সচল হবার স্বপ্ন দেখছি"

স্বপ্নাহত এর ছবি

আপনার এই কমেন্টস পড়ে কিছুক্ষণ ঝিম মেরে বসেছিলাম,বিশ্বাস করেন।

কেউ আমার এতগুলা লেখা মনে রাখবে আমার ধারণাতেও ছিলনা।

বেশি কিছু বলতে পারছিনা আর।ভাল থাকবেন।

সচল হবার জন্য শুভ কামনা। হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।