পড়ল পিঠে কোন ললনার ছোঁয়া রে

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: শুক্র, ২৮/০১/২০১১ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পিরিত করার সাধ হল তার আহারে,
পরল জামা হরেক রকম বাহারে,
ঘুরতে গেল অনেক মেয়ে যাহা রে।

লাগছে ভাল যারেই দেখে তাহারে,
পায়না ভেবে, প্রেম নিবেদন কাহারে?
থাকল বুঝি অপূর্ণ তার চাহা রে!

ভাসছিল সে প্রেমের প্রবল জোয়ারে,
পড়ল পিঠে কোন ললনার ছোঁয়া রে!
নয় ললনা, পুলিশ পাঠায় খোঁয়াড়ে।।

খন্দকার আলমগীর হোসেন


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

খুবই মজার ছড়া। ভালু পেলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।