বোকাদের পদ্য ০৩৯

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০০৭ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হা হরিণীনয়না রে
ঘাটে ঘাটে তোমার সাথেই
রয়ালু বাঘের মতো দয়ালু স্রোতের পানি খাই
আড়ে আড়ে চাই
ঘাটের পানির নড়া ধরে টানে ঘাটমড়া চাঁদ
আমার বাঘের ছালে আড়ালে বেড়াল এক ক্যাঁওম্যাঁও ঘটায় প্রমাদ
হা হরিণীনয়না রে, তোমাকে বাঘের চোখে দেখি
নিরিবিলি
সুন্দরী গাছের ফাঁকে
ঝোপের ফোকর ডাকে
আয় বাঘা আয় দেখ বায়োস্কোপ বলে
বায়োস্কোপ পয়োস্কোপ ঊরুস্কোপ দেখে দেখে
পাকস্থলী কাঁপে দুরূ দুরূ
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে তার খোঁজ নিতে আমার কী দায়
আমার বাঘের পেট খালি খালি লাগে
হায়
হা হরিণীনয়না রে, এক ঘাটে আর কত জল
বাঘের কামড় ছাড়া খালি খালি খাবি তুই, বল?


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

আহারে হরিণীনয়না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"বায়োস্কোপ পয়োস্কোপ ঊরুস্কোপ ..."

মনে হচ্ছে, অচিরেই আসছে ঠোঁটস্কোপ, স্তনস্কোপ...
আর আপনার ব্যবহৃত ফুটোস্কোপ তো আছেই দেঁতো হাসি

আপনার মতো বাঘের পাল্লায় পড়লে হরিণী বেচারার কী হবে, ভেবেই আঁতকে উঠি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি পাখি এর ছবি

zooরে ফুকাস কইরা চাইয়েন না, হ্যাশে ফুডা টুডা ওইয়া যামার পারে।

সবুজ বাঘ এর ছবি

ভালো লেকছত তো।
পুনশ্চ: জীবন পাগলারে আবর ডাইকা আললি ক্যা এক নাইনে?

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

domestic saint এর ছবি

হায়রে বাইদ্যার রয়ালু বাঘ,
কাইদা কাইদা এক্কেরে ছাগ
হোগলার বন ছাড়ি, গ্যালা কি না
Kant আর Hegel এর দ্যাশে......
বাঘের কাইন্ধে বইসা জীবন পাগ্লায় কাশে আর হাসে,
বাইদ্যার বাঘের চউক্ষে আর Fulda'র জলে
হোগলার হরিণীনয়নারা ভাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।