অপরাজিতা বা নীলকণ্ঠ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

অপরাজিতা বা নীলকণ্ঠের বৈজ্ঞানিক নাম Clitoria ternatea। ভগাঙ্কুরের সাথে এর সাদৃশ্যের কারণে এর গণের নাম Clitoria, এবং ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জের একটি দ্বীপ Ternate এর নামানুসারে এর প্রজাতির নাম ternatea।

অপরাজিতা ফুলের বর্ণ বহিরাংশে নীল, ভেতরে সাদা ও ঈষৎ হলুদ। গাছ ঝোপ আকারের হয়। গাছের পাতা উপবৃত্তাকার। অপরাজিতা শনাক্ত করার আরেকটি উপায় হচ্ছে, এ ফুলটি গুচ্ছে ফোটে না, বিচ্ছিন্ন, নিঃসঙ্গভাবে ফুটে থাকে।

অপরাজিতার শেকড় আয়ুর্বেদীয় চিকিৎসায় ব্যবহৃত হয়।

অপরাজিতা নিয়ে এই মূহুর্তে মনে পড়ছে নজরুলের একটি গানের মুখরাঃ

আমি বিজন বনের অপরাজিতা
আমার কথা কহি গানে ... ।

auto

ব্যবহৃত ছবিদু'টি উইকপিডিয়া ভুক্তি থেকে সংগৃহীত। কাজেই পুষ্পকোষ প্রকল্পের আলোকচিত্রীদের প্রাথমিক কর্তব্য, অপরাজিতার চমৎকার তিনটি ছবি তুলে ফ্লিকারে আপলোড করে মন্তব্যে এমবেড করা। তিনটি ছবি হতে হবে এমনঃ

১. ক্লোজ আপ
২. পাতাসহ ফুল
৩. দূর থেকে ফুলসহ ফুলের গাছের ছবি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।