কলমি

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ১১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

কলমির বৈজ্ঞানিক নাম Ipomoea aquatica। এটি সিক্ত মাটিতে জন্মায়। কলমির পাতা শাক হিসেবে বহুলপরিচিত। কলমির ফুল সাধারণত সাদা হয়, ভেতরে বেগুনীর ছোপ থাকে। এর আকার ঘন্টার মতো। পাতার আকার তীরের ফলার মতো, লম্বায় ৫-১৫ সেমি, চওড়ায় ২-৮ সেমি। কলমির গাছ ২-৩ মিটার উচ্চতার। এদের গোড়া ফাঁপা বলে তা পানিতে ভাসে।

কলমির মতো আরো বেশ কয়েকটি ফুলকে "মর্নিং গ্লোরি" সাধারণ নামে ডাকা হয়ে থাকে।

ব্যবহৃত ছবিটি উইকপিডিয়া ভুক্তি থেকে সংগৃহীত। কাজেই পুষ্পকোষ প্রকল্পের আলোকচিত্রীদের প্রাথমিক কর্তব্য, কলমির চমৎকার তিনটি ছবি তুলে ফ্লিকারে আপলোড করে মন্তব্যে এমবেড করা। তিনটি ছবি হতে হবে এমনঃ

১. ক্লোজ আপ
২. পাতাসহ ফুল
৩. দূর থেকে ফুলসহ ফুলের গাছের ছবি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।