কাঠগোলাপ বা কাঠচাঁপা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ১১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম Plumeria obtusa। এর গণের নামকরণ করা হয়েছে ফরাসী উদ্ভিদবিদ শার্ল প্লুমিয়ে-র নামানুসারে। প্লুমেরিয়া গণের ফুলগুলিকে ইংরেজিতে সাধারণভাবে Frangipani ডাকা হয়। এর নিকটাত্মীয় করবী বা ওলেয়ান্ডার। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপের রং হতে পারে সাদা, হলুদ বা গোলাপী। বর্তমানে বিষুবীয় অঞ্চলের প্রায় সব জায়গাতেই কাঠগোলাপ দেখা যায়।

কাঠগোলাপের গাছ ঝোপ আকৃতির, এবং পরিস্থিতিভেদে কয়েক মিটার উঁচু হতে পারে। গাছে পাতা গজানোর আগেই ফুল ফুটতে পারে। এর পাতাগুলো ডালের শেষপ্রান্তে গুচ্ছবদ্ধ হয়ে থাকে, পাতা ঝরার পর ডালে একটি চিহ্ণ রয়ে যায়।

এই ফুল সারা বছর ধরে ফোটে, বসন্তে কিছু বেশি ফোটে। এর ডালগুলি রসালো, এবং ডালের রস বিষাক্ত। এর গন্ধ রাতে তীব্রতা লাভ করে। কাঠগোলাপে কোন মধু নেই, গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গ এর পরাগায়ন ঘটায়।

কলম করে কাঠগোলাপের বংশবিস্তার সম্ভব।

ব্যবহৃত ছবিটি উইকপিডিয়া ভুক্তি থেকে সংগৃহীত। কাজেই পুষ্পকোষ প্রকল্পের আলোকচিত্রীদের প্রাথমিক কর্তব্য, কাঠগোলাপের চমৎকার তিনটি ছবি তুলে ফ্লিকারে আপলোড করে মন্তব্যে এমবেড করা। তিনটি ছবি হতে হবে এমনঃ

১. ক্লোজ আপ
২. পাতাসহ ফুল
৩. দূর থেকে ফুলসহ ফুলের গাছের ছবি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।