হাউ টু রাইট অ্যা রিসার্চ প্রপোজাল? - ১

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ২৯/০৭/২০০৭ - ৬:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রিসার্চ প্রপোজাল লেখাটা খুব সহজ। শুনে অনেকে একচোট হেসেছেন সন্দেহ নেই। তবুও বলি হ্যাঁ সহজ যদি আপনি সঠিক পথে এগুতে পারেন। রিসার্চ প্রপোজাল লেখার আগে যে কাজগুলি করতে হবে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক।

১. প্রি-স্টাডি : প্রথমে সাবজেক্ট সিলেক্ট করুন। অর্থাৎ কোন ফিল্ডে আপনি রিসার্চ করতে আগ্রহী। সেটা ঠিক করার পরে সেই সাবজেক্টের কিছু স্পেসিফিক এরিয়া সিলেক্ট করুন। যেমন আপনি ঠিক করলেন হিউম্যান কম্পিউটার ইন্টার-অ্যাকশনের উপর কাজ করবেন। তাহলে পরবর্তী স্টেপ হবে, এর সাথে সম্পর্কযুক্ত টার্মগুলো থেকে যেকোন একটি সিলেক্ট করা, যেমন: ইউজাবিলিটি, ইউজার রোল অ্যানালাইসিস, প্রটোটাইপিং ইত্যাদি।

স্পেসিফিক এরিয়া নির্বাচন শেষ হলে এবার সেই বিষয়ে পাবলিশড জার্নালগুলো পড়া শুরু করুন। প্রযুক্তির ক্ষেত্রে আই.ই.ই.ই, এ.সি.এম -এর জার্নালগুলো আপনাকে ভালো দিকনির্দেশনা দিবে। এই প্রি-স্টাডি থেকেই আপনি নির্বাচন করুন এমন একটি টপিক যেটা আপনার কাছে ইন্টারেস্টিং।

২. গোল সেট-আপ: আপনি এরই মাঝে টপিক পেয়ে গেছেন। এবার কাজ হলো- সেই টপিকের উপর কি ধরনের কাজ করা যায় সেটা নির্ধারণ করা। মনে রাখবেন, যে কোন রিসার্চের প্রফেশনাল পাঠকদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, প্রথমত: রিসার্চার- যারা আপনার রিসার্চটাকে বেইস করে নতুন কিছু করার চেষ্টা করবেন কিংবা আপনার রিসার্চ থেকে গাইডলাইন পাবেন; দ্বিতীয়ত- কোন অর্গানাইজেশন, যারা আপনার রিসার্চটি পৃষ্ঠপোষকতা করতে ইচ্ছুক কিংবা তারা রিসার্চটির আউটপুট বানিজ্যিকভাবে ব্যবহার করতে চান। সাধারণত ইমপ্লিমেন্টশন বেইসড রিসার্চগুলো এই ক্যাটাগরিতে পড়ে।

টার্গেট অডিয়েন্স ঠিক করা হলে এবার লেগে পড়ুন মূল কাজে মানে রিসার্চ প্রপোজাল দাঁড় করানোর কাজে। একটা কথা বলে রাখি, রিসার্চ মানেই কিন্তু নতুন কিছু আবিষ্কার করা নয়। বর্তমান রিসার্চগুলির উপর গবেষণা, পর্যবেক্ষণ, তুলনামূলক বিশ্লেষন, উপযোগিতা, অনুপোযোগিতা যাচাই করা এসবও কিন্তু রিসার্চের অন্তর্গত।

[যদি পাঠকদের আগ্রহ থাকে তবে পরের পর্বে রিসার্চ প্রপোজাল লেখার স্টেপগুলি নিয়ে লিখবো। এই লেখাটা অনেকটা দু:সাহসী প্রয়াস বলে আমার ধারণা যেহেতু এখানে বেশ কয়েকজন ব্লগার আছেন যারা এ বিষয়ে অনেক অনেক বেশি জানেন। উনাদের মন্তব্য, সমালোচনা আমার প্রয়াসকে দিক নির্দেশনা দিবে বলেই আমার বিশ্বাস।]


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আমি লোভী,ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতছানি আছে বলে চোখ টিপি

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

আপনি তো প্রতিনিয়ত রিসার্চ করতেছেন (অ্যামনেস্টির কথা বলছিলাম)। গোপন সূত্রে খবর পাইছি, আপনিও নাকি সামনে ঢাকা যাইতেছেন। খবর কি সত্য? দেখা মনে হয় হয়ে যাবে এবার।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

যেতে তো চাই একেবারেই ।
তবু যাওয়া হয়ে উঠেনা ।

তুমি ফিরবে কবে? কে জানে হুট করে একদিন সুইডেন ঘুরে আসতে পারি । কেবল বাংলাদেশ টাই দূরে দূরে সরে যায় খালি ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

আমি এখন ডেনমার্কে। ২৭ অগাস্ট সুইডেনে যাবো কার্লসক্রোনাতে, ৪-৫ তারিখ স্টকহোমে আর ৭ সেপ্টেম্বর ফ্রাংকফুট হয়ে ঢাকায়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

শুভযাত্রা প্রিয় ঝরা ।
ফিরে এসো সহিসালামতে ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

দারুন পোষ্ট। চালিয়ে যান।

-----------------------
জানেনিতো, ইহা নিতান্তই নিজস্ব মতামত

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ ফাহা, আপনার আগ্রহের জন্য।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।