তোর চোখেতে পড়লে এ চোখ

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ৩১/০৭/২০১৪ - ৮:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোর চোখেতে পড়লে এ চোখ
বিদ্ধ করে কোন্ শরে?
অচেনা এক শিহরণ, কেন
শরীর জুড়ে ভর করে?

নাকের ডগায় জমাট বাঁধা
বিন্দু বিন্দু শিশির-ঘামে,
ঘুম-ভাঙ্গা সব মেঘের মতো
পাখির ডানায় স্বপ্ন নামে।

তোর পায়ের ওই পায়েলখানি
বাজে যখন নম্র লাজে,
কেমন জানি একলা লাগে,
মন বসে না আর কাজে।

ডাগর দুটো আঁখির তারায়
সাত সাগরের ঢেউ খেলে,
তার বানেতে যাচ্ছি ভেসে
কেউ কি তা জানতে পেলে?

তোর ছোঁয়াতে গোলাপ ফোটে
জোনাক জ্বলে নিঝুম রাতে।
ইচ্ছে করে কাঁকন হই
বাজব কেবল তোর হাতে।

তোর চোখেতে পড়লে এ চোখ
বিদ্ধ করে কোন শরে?
চোখ সরালেই হারাস যদি
তাইতো ভীষণ ডর করে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অনেকদিন পর আধুনিক গদ্য কবিতার বাইরে ছন্দ কবিতা পড়লাম। খুব ভালো লাগল চলুক । এটা তো একটা ছেলের কথা একটা মেয়ের রুপ নিয়ে(বিয়ের আগে)। বিয়ের পরের ঘটনা এমন নাও হতে পারে।
"মধুর এ মাধবী সাজ
বিফলে কি যাবে আজ?
সে কি দেখবে না এই রূপ?
বিভোর এ মায়াবী রাত
মেহেদী রাঙা এ হাত
সে কি এমনি থাকবে চুপ?" - এমনও হতে পারে

ফাহিমা দিলশাদ

Sohel Lehos এর ছবি

কবিতা ভাল লাগল। চলুক

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

কর্ণজয় এর ছবি

ভাল লাগল।।।

অতিথি লেখক এর ছবি

সেদিন-ই যদি ভাঙত গো ভুল
হৃদয় হতোনা এত আকুল,
ব্যাকুল পরাণ যেথায় ধায়
তোমার ছায়াই দেখতে দেখতে পাই।
ছায়াই সে বটে - মানস পটে,
পূর্ণ কায়া নেইকো ঘটে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।