হে মকর কূলের অন্ধ-কালা পুরোহিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৪:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কখনো শিখিনি আত্মসমর্পণ;
নোয়াতে শিখিনি মাথা রক্তচক্ষু আর
তেল চকচকে ব্যাটনের কাছে। কখনো ভুলেও
প্রভূর পা-চাটা গোলামের মত কিংবা সৌখিন
কোনো প্রভূভক্ত কুকুরের মত
প্রকাশ করতে শিখিনি বিনয়। যদি তুমি ভেবে থাক
দু মুঠো অন্নের প্রতিদানে কিনে নেবে
আমার উন্নত শির আর তুড়ি বাজাবার সঙ্গেই সটান
দাঁড়িয়ে পড়বো হুকুমের অপেক্ষায়;
তাহলে করবে ভুল! সত্ত্বাময় আমি শাশ্বত বাঙালী-
রন্ধ্রে রন্ধ্রে যার চির বিদ্রোদের মহা-তেজী নাগ;
জন্মাবধি শিক্ষা যার অন্যায়কে না মানার;
দীক্ষা যার সেই মহামন্ত্রে
আর দৃপ্ত কন্ঠে মাখা বারুদের ঝাঁঝ!

দরজা-জানালাহীন অন্ধকার খোপে চিরকাল বন্দি রেখে
খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো আমার বন্ধ করে দিতে পারো;
ক্ষমতার জোরে; সেই কালো কাফ্রির মতই
কেটে নিতে পার আমার জিভের ডগা। এমন কি
উপড়ে নিয়ে দুটি চোখ অথবা হাত-পা কেটেকুটে
আমাকে অথর্ব করে দিতে পার!

কিন্তু এত কান্ডের পরেও পারবে কি তুমি
ঠেকাতে আমার সজীব কবিতাবলী? নিরন্তর শব্দ কণিকার উচ্চারণ?
হৃদয়-মন্দিরে তবু ধ্বণিত হবেই প্রতিদিন
ঘৃণাময় কবিতার শাণিত স্তবক তোমার উদ্দেশ্যে-
আর তারা প্রতিদিন ছড়াবে আমার অনড় সত্ত্বায়
কস্তুরীর ঘ্রাণ! তুমি কি বোঝো? হে মকর কূলের অন্ধ-কালা পুরোহিত
আমি যে কখনো মানবো না পরাভব? দেবো না সজ্ঞানে দাসখত?
জেনে রাখ, আমি সেই অনার্য বাঙালী
রন্ধ্রে রন্ধ্রে যার চির বিদ্রোহের বিপুল ফুলকি;
জন্মাবধি শিক্ষা যার অন্যায়কে না মানার!


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

পরিশুদ্ধ, গতিময় উচ্চারণ। ভালো লাগলো।
কবিতার কথাগুলো সত্য। শোষণ তবুও শেষ হয় না যে! হয়তো মীরজাফরের প্রোডাকশনও আমাদের অনেক বেশি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কৃষক যখন জমি চাষ করে, মাটি থেকে উঠে আসে মীর জাফরের দেহাবশেষ। সারের মত মিশে যায় ফসলে। আর মীর জাফর মিশে যায় আমাদের দৈনন্দিন খাদ্যের উপকরণে। পুষ্ট হয় আমাদের রক্তের লোহিত কিংবা শ্বেত কণিকা। আমরা সজ্ঞানে প্রতিরোধ করতে পারি না মীর জাফরের উত্থান। মন্তব্যের জন্য অচ্ছুৎ বালাই আপনাকে ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

কবিতাটা একদম গুল্লি হইছে।
একদম এইরম - [img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]
------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বেশি খুশিতে ফট কইরা গুল্লি বাইর হইয়া আমারে টার্গেট করতে পারে। বন্দুক নিয়া বেশি নাড়াচাড়া করনেরও অনেক বিপদ!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতিথি লেখক এর ছবি

খাইছে !
গদ্য ছেড়ে পুরোপুরি বিদ্রোহী কবিতা!
ভালো লাগল খুব।

রাফি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বিপ্লবী হওনের ইচ্ছা আছিলো। কিন্তু সাহস আছিলো না।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

দুর্দান্ত হইছে গুরু! দুর্দান্ত!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আপনের কমেন্টও দুর্দান্ত!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

জুলিয়ান ভাই,
কবিতটা ভালো হয়েছে। তবে আপনার গদ্যে যে আবেগটা মসৃণ মাখানো থাকে, কবিতায় সেটা আরেকটু দরকার ছিলো মনে হয়। একইভাবে আরেকটু চিত্রকল্পময়তাও নিশ্চয় চাইতেই পারি আপনার কাছে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বসু, আপনি চাইতে পারেন। আরো চান। না করে কে? কিন্তু আমি যে ঠিক করসি কবি হমু না! আইচ্ছা আপনের চাওয়ার কি করতে পারি দেখি! অনেকে কবি পছন্দ করে না। কবিতা খেদানের আন্দোলন করে, আবার নিজেও চমৎকার কবিতা লেখে(মাহবুব লীলেন।)
মন্তব্যের জন্য ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।