পুনপুনি পূর্ণিমার পালিন পুষ্পলোকে জোড়াসাঁকো পথ হাঁটে পাইথন রাজ !

সুমিন শাওন এর ছবি
লিখেছেন সুমিন শাওন [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৭/০৭/২০০৯ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুমিন শাওন-এর কবিতা

পুনপুনি পূর্ণিমার পালিন পুষ্পলোকে জোড়াসাঁকো পথ হাঁটে পাইথন রাজ
কান্তজীর মন্দির খুলে বালিকা ঘুমায়,মিথুন-চৈতন্যে পুড়ে মাধবীর দাগ-
এ আমার ছত্রিশ-ছুঁয়া চিন্ময় চঞ্চু,এখানে
হাজার বছর ধরে লাঙ্গলের ফলা বেয়ে উৎকীর্ণ মৌসুমের মগ্ন কারুকাজ
দেখো
মাদুলীর মায়া লেগে এই ঠোঁট,
দো-আঁশ দুপুরে কোন হয়ে গেছে কার্ত্তিকের নবান্নের-নদী
বৃষ্টি ও বালিকার নুনে-ঘামে ভিজে পূনর্ভবা পুস্পায়নে আঙ্গিনার লাজ।

কবে কোন কীর্তিমান কণকচাঁপা'র বুকে রাত্রি ও রজনীর পাড়-ভাঙ্গা স্ফটিক সফর
এখনো রোদের চোখে নাঙ্গা হাতছানি দেয় অজন্তা-ইলোরার নবিতন রূপের শহর,
শহরের দেয়ালে স্মরণের মসৃণ জরীন পাড়ে, এখনো লেগে আছে দ্রতগামী অশ্বের ধুলিময় ক্ষুরের আওয়াজ,
যেন কোন জয়ন্তীর নবিতন ক্ষণে আঁকা ধীমান ধুপছায়ার ঐশী প্রহর।

হে আমার অতন্দ্র অন্তর্লোকের মিহিন মায়া !
হাত মুঠো করো,
এই নাও সভ্যতার সোনালী পাঠক-
বেশী কিছু নয় শুধু এ আমার ছত্রিশ-ছুঁয়া চিন্ময় চঞ্চু,
এই খানে,ঠিক এই খানে বয়ে গেছে যৌবনের আফিম-চষা ললিত-লাঙল,
এর ফালে, মাধুকরী জিহ্বার বুণো ডগায়,
আকাঙ্খার আকরে লেখা সুপ্রাচীন পুথিঁর পাতায়
আর পুনপুনি পূর্ণিমার পালিন পুষ্পলোকে,শুধু জোড়াসাঁকো পথ হাঁটে পাইথন রাজ।

(সুমিন শাওন)


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথম বাক্যটা পড়েই ডরায়া গেছি... তবু পুরোটা পড়লাম... এতো কঠিন কেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

লীন এর ছবি

আমিও

______________________________________
বৃষ্টি ভেজা আকাশ

______________________________________
লীন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবি, আপনার কবিতা আমার দারুণ লাগে... নিয়মিত পড়ছি।
পুড়ে এবং দেখো শব্দদুটো পোড়ে এবং দ্যাখো করলে মনে হয় পড়তে ভালো হতো। এটি সামান্য পাঠকের সামান্য প্রতিক্রিয়া মাত্র।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কবিতার নাম অতো বড়ো হয়? অ্যাঁ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাল রাতে গত বেশ কিছুদিনের জমে থাকা অপড়া ব্লগগুলো পড়লাম। পড়লাম আপনার অন্য কবিতাগুলো। সেগুলো খুব ভালো লেগেছে। সেটাও এখানেই জানিয়ে রাখলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

সচলে কবিতার কোনো পংক্তির মানে জিগাইলে অনেকে ভুরু কুঁচকান, কিন্তু এর তো কিছুই আমার মগজের অ্যান্টেনায় ধরা পড়লো না!

- পুনপুনি পূর্ণিমা কী বস্তু? ধরাধামে দেখা যায় না দেখতে চাঁদে যেতে হয়?
- পালিন পুষ্পলোকে: না হয় সারা পালিন পদত্যাগই করেছেন, তা বলে তাকে পুষ্পলোকে পাঠাতে হবে?
- জোডা়সাঁকো পথ: রবিবাবুর বাড়ির পথ? নাকি দু খানা সাঁকো জুড়ে বানানো পথ? তেমন পথ কোথায় গেলে দেখা যাবে?
- ছত্রিশ-ছুঁযা় চিন্ময় চঞ্চু: অ্যালিটারেশন তো প্রচুর হলো, কিন্তু মানেটা কী দাঁড়ালো? সাড়ে পঁয়ত্রিশ বছর বয়সী (পাখির) ঠোঁট যা সারা মনে ব্যপ্ত হয়ে আছে?

প্রথম তিন লাইন থেকেই এ সব বেরোলো, এবং এ ভাবে আরো অনেক প্রশ্ন করা যায়, কিন্তু তাতে লাভ কী হবে জানি না। আর দীর্ঘ গদ্যে বানান ভুল অনবধান-বশতঃ হলেও হতে পারে, কবিতায় যেখানে এক একটা শব্দ ওজন করে লেখার কথা, সেখানে সে ঘটনা গর্হিত অপরাধের পর্যায়ে পড়ে প্রায়। পূনর্ভবা পুস্পায়নে বুণো- তিনখানা তো দেখতেই পেলাম।

যে কারণে সচলের লেখার বানান ভুল ধরি সে কারণেই এই মন্তব্য করলাম। শুধু প্রশংসায় সচলের লেখার মান বাড়বে না, সমালোচনারও প্রয়োজন আছে। আশা করি এই প্রচেষ্টাকে পজিটিভ স্পিরিটে নেয়া যাবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম, ঠিকাছে।

অতিথি লেখক [অতিথি] এর ছবি

এটা কি ডুয়াল পোস্টিং এর আওতায় পড়ে?

সাদা-মডু এর ছবি

প্রিয় সুমিন শাওন, সচলায়তনে পরবর্তী পোস্টটি করার আগে দয়া করে নীতিমালাটি মনোযোগ দিয়ে পড়ে দেখুন। অন্য কমিউনিটি ব্লগে পূর্বপ্রকাশিত লেখা সচলায়তনে কাম্য নয়। আপনার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা কাম্য। নীতিমালার ক্রমাগত ব্যত্যয় ঘটলে সচলায়তনে আপনার লেখার সুযোগ সীমিত করা হতে পারে। ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।