সূর্য-স্বপ্ন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১১/০৫/২০০৮ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকেলটা ছিল একঘেয়ে আর একা
আরেকটা রোগাভুগা বিকেল
ধুঁকছিল রাতের তাগাদায় ..
অসুস্থ আমারই মত
বাবা মা ঘরে নেই আজও
একা আমি বালিশ শুঁকি
দেখি পলেস্তরা খসা

'কি সুন্দর !'
হেঁশেলে উঁকি দেয় ওটা
'দিয়াশলাই বুঝি ? দেখেছিলাম মার হাতে !'
চকচকে চোখে উঠে পড়ি আমি
আর নাগাল পেলে
ঠুকি যেই ..
বেরিয়ে আসে দানো এক হিস্‌হিসে !

কাছে ঘেষে ও, তপ্ত বাধাহীন
আর হঠাৎ !
ঝাঁপিয়ে পড়ে হলদে থাবা মেলে
কামড়ে ধরে আমায়
ওর পিশাচী লাল দাঁতে !
আমি অসহায় ছিটকাই শুধু
একোন ওকোনে

জড়িয়ে থাকে ও আমায়, ভালবাসে ?
হয়তো ..
ঘৃণায় পুড়ায় ফের ! কই ? বাসে নাতো !
আমি শুধু বলি 'দাউ দাউ !' আর
দেই ছেড়ে
ধেয়ে যাই উড়ে, ছাই হয়ে
ধরব আজ ওই ঝক্‌ঝকে গোল সূর্যটারে

জার্মান ব্যান্ড রামস্টাইনের 'হিল্‌ফ মির' গানটির ভাব অবলম্বনে


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

ঘৃণায় পুড়ায়, কই ? বাসে নাতো !
আমি শুধু বলি 'দাউদাউ !'...

ভাল-লাগলো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

খেকশিয়াল এর ছবি

হাসি

রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

আমার তো ভাল লাগল।

খেকশিয়াল এর ছবি

শুনে আমারও ভাল লাগল ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

ভাল্লাগ্লো।

কমরেড শেষ প্যারাটা আরো একটু এবস্ট্র্যাক্ট করা যেত কি ?
------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আসলে অনেক ভাল করা যাইত, গানটাই আসলে এরকম, একটা message আছে ওইটাই ফোকাস করতে হয় । ওরা আবার ঐটা নিসে জার্মান বাচ্চাদের একটা বিখ্যাত ছড়ার বই থেকে, দেখি ঐ বইটা বাংলায় করার ইচ্ছা আছে, ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

সুন্দর চিত্রকল্প আপনার কবিতায়। খুব ভালো কবিতা!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ তীরন্দাজ ভাই

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাহ!
আপনি তো কবিতাও লিখেন...

খেকশিয়াল এর ছবি

এই একটু আধটু চেষ্টা করি আর কি দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।