দেয়ালিকা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০০৮ - ২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার কাল, আজকে আর নয়
আবার কাল আসব
সাথে থাকবে বিভ্রান্ত বর্ণমালারা,
ঝড়ে মৃত বক কিছু,
আর এই আমি ফকির ।
আবার আসব কাল
কিছু লজ্জ্বা
ক্রোধ
কিংবা হাহাকার চিবুতে চিবুতে
অথবা অন্ধ কিছু কান্না নিয়ে
যাতে ভিজবে না চিড়ে ..
আমি জানি
তবু কিছু তালি আর গালি
কে না ভালবাসে ?

তবু হাসো, জানি
কাঁদতেও পারো
চেঁচাতে পারো হাতমুঠ করে
আমিও পারি
পিঠ ঠেকে গেলে
কিন্তু দেয়াল কই ?
হাতড়ে পাইনা তো
হাঁটতে পারি না আর .. উলটো
শক্ত হয়ে উঠি কেবল
দারুন !
বলে উঠো কাঠুরে কোন
আর আরো শক্ত হলে
হই গন্ডার
বাগাই শিং
আর গুতোই
ভাঙ্গতে পারি না কোন 'আজ'..'কাল'
আর অদ্ভুত ..
এই সব দুপেয়ে দেয়াল


মন্তব্য

শেখ জলিল এর ছবি

অন্যরকম কবিতা। ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

খেকশিয়াল এর ছবি

নমস্কার জলিলদা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

হুমম... বেশ লিকেচেন! দু-পেয়েদের এত গুঁতোনোর ইচ্ছে কেন শুনি?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

কীর্তিনাশা দুর্বাশা, মৃদুল গুরু নমস্কার
গুরু আমি নিজেই তো নিজের দেয়াল গুতাই, আর সবাইরে নিজ নিজটা গুতাইতে কিঞ্চিত অনুপ্রাণিত করি দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।