প্রার্থনা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ০৩/০৮/২০০৮ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

তারপর বেরিয়ে আসে সে প্রাচীন
বাড়িয়ে দেয় তার হাত, নখরে বিদীর্ণ করে তোমার সত্ত্বা
শেখায় তোমায় সত্যিকারের মিথ্যা,
প্রতারণা আর বিশ্বাস ঘাত বিদ্যা
নিজেকে মেলে ধরে সে নিযুত পতাকায়
কিন্তু জানো না
আর জানবেও না কোনদিন
তাকে তুমি

“প্রার্থনা কর !... আমার জন্য
কাঁদো চিৎকার করো !!
... শুধু একবার
প্রার্থনা কর ! ... শুধুই আমার জন্য
উদ্ভাসিত হও পাপ পতিত স্নানে
মৃত্যুর আশীর্বাদে”

নিঃশব্দে আসে সে
কানে ঢালে মিথ্যা মন্ত্র বিষ
পাপের কথায় আবেগী হয়ে ওঠে সে
ছলছলে চোখে দেখায় দূরের পথ
সেই আশ্বাসিত স্থান
যেখানে নিয়ে যায় না সে তোমাকে কোনদিন
কথা শুনো না ওর
যেও না ওর পিছু

“প্রার্থনা কর !... আমার জন্য
কাঁদো চিৎকার করো !!
... শুধু একবার
প্রতিশোধ নাও নির্মম
ঝাঁপিয়ে পড়ো
পতিতের উপরে”

হাটু অব্দি ছাঁটে সে তোমায়
অন্ধ, ক্লান্ত তুমি
মাথা তুলতে পারো না
লোলজিভে বসে স্বপ্ন পাতাও তার চোখে
আর অবচেতনে সে আসে
প্রতিশোধ হয়ে
মনুষ্যত্বের উপরে
ছিনিয়ে নেয় সব সম্ভাবনা
আর সবকিছু ...
ছিবড়ে করে তোমায়
শেষ রক্তটুকু শুষে

“ প্রার্থনা কর !... আমার জন্য
কাঁদো চিৎকার করো !!
... শুধু একবার
প্রার্থনা কর ! ... শুধুই আমার জন্য
উদ্ভাসিত হও পাপ পতিত স্নানে
মৃত্যুর আশীর্বাদে ”

Crematory এর Pray গানটির ভাব অবলম্বনে


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

“ প্রার্থনা কর !... আমার জন্য
কাঁদো চিৎকার করো !!
... শুধু একবার
মরার আগে
প্রার্থনা কর ! ... শুধুই আমার জন্য
উদ্ভাসিত হও পাপ পতিত স্নানে
মৃত্যুর আশীর্বাদে ”

গানটা শুনিনি। তবে আপনার লেখাটা ভাল্লাগলো। আপনি কবিতাও লেখেন! সচল জুড়ে খালি প্রতিভা আর প্রতিভা। মাঝে মাঝে মনে হয় ভুল জায়গায় আইসা পড়ছি! দেঁতো হাসি

খেকশিয়াল এর ছবি

কিন্তু এইটা তো ব্লগিতা দেঁতো হাসি
অনেক ধন্যবাদ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুজিব মেহদী এর ছবি

টানটান, চৌকষ।
ব্লালো লাগল ব্লগিতাটি।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

হাহাহা
নমস্কার গুরু

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

ইয়ে একটা কথা মাথায় আসছিলো, কিন্তু বিশ্বাসীরা দেখলে বেজায় হাউকাউ করতে পারে ভাইবা চাইপা গ্যালাম। পরে দেখা হইলে বলবানি।

আপাতত, সিরাম হইছে।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ কমরেড
আরে কিসের হাউকাউ বইলা ফেল !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মনজুরাউল এর ছবি

"জাইলের কাম কি কুস্ট কাটা ?" (জেলের কাজ কি পাট কাটা ?)

কবিতা বিষয়ে আমি ওই 'জেলে'। ভাল লেগেছে কি? এর সনির্বাচিত উত্তর-----হ্যাঁ।
কেমন ? ঘুম থেকে উঠে আড়মোড় ভেঙ্গে টান টান হয়ে দিনের প্রথম চায়ের কাপে চুমুক দিয়ে ..আ:হা"'র মতো।
এর পর চোখ কুঁচকে...আরে ! ছবির মন্তাজটাতো দারুন !

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

পান্থ রহমান রেজা এর ছবি

ব্লগিতাটি কী কবিতা'র কোনো ভাই অথবা বোন।

ভাল্লাগেছে।

কীর্তিনাশা এর ছবি

ব্লগিতাটা একটা মহাকিছু হইছে। ছবিটাও সেইরম। এমন পোস্টের জন্য আপনেরে এক হালি মুরগী দিলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফারুক ওয়াসিফ এর ছবি

আমারো একটা পোষা মুরগি মানত দিলাম।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার ব্লগিতা অসহ্য রকম ভালো হয়েছে, পন্ডিতজী।
যান, আমার খামারের সবগুলো মুরগিই আপনার নামে...।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

বাহ! হাসি
এত ভাল লেখায় কমেন্ট করার মত ভাষা নাই আমার
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ক্যামেলিয়া আলম এর ছবি

ব্লগিতা পড়ে প্রথম প্রথম ভাবলাম বিখ্যাত কারো লেখার অনুবাদ--- অসম্ভব ভাল হয়েছে
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

খেকশিয়াল এর ছবি

মনজুরাউল, পান্থ রহমান রেজা, কীর্তিনাশা, ওয়াসিফ ভাই, শিমুলজী, মুমুজী, ক্যামেলিয়াদি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ । কিন্তু এত মুরগী আমি রাখুম কই, ভাবতেসি নিজে একটা ফার্ম দিমু নাকি দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

ফার্ম দেবেন কেন?! মুরগীগুলো খেয়ে দেয়ে, আরো এনার্জি সঞ্চয় করে, আরো এরকম ভালো ভালো ব্লগিতা লিখুন? হাসি

খেকশিয়াল এর ছবি

হাহা জো আজ্ঞা, খাইতে বসলাম সব ! আপ্নারো দাওয়াত রইল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গানটা শুনিনি... তবে ভালো লাগলো ব্লগিতা...
মুরগি নিয়া চিন্তার কিছু নাই... আমারে ভাগ দিয়েন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।