মুভিকথা : এল এস্পিনাযো দেল ডিয়াব্লো ( শয়তানের শিরদাড় )

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১১/০৯/২০০৮ - ১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভুত কি? এই প্রশ্ন আর তার ব্যাখা দিয়ে শুরু হয় মুভিটা । যে ব্যাক্তি এই ব্যাখা দিতে থাকেন তিনি একজন ডাক্তার । তিনি আর আর বন্ধুপত্নী মিলে স্পেনের এক জায়গায় একটা অনাথ আশ্রম চালান । ছবির শুরুতেই দেখা যায় স্পেনের গৃহযুদ্ধ । যেখানে আকাশ থেকে বোম্বিং করতে থাকে কিছু প্লেন । তার মধ্যে একটি এসে পড়ে আশ্রমের উঠানে, কিন্তু ফাটে না, দাঁড়িয়ে থাকে ওভাবেই । এরই মধ্যে দেখা যায় দুটি কিশোরকে । একজন আহত শুয়ে থাকে । কিছু ঘটে গিয়েছিল সেই রাতে, নাহ বেশি গল্প করবো না, যারা দেখবেন তাদের জন্য স্পয়লার হয়ে যাবে । তবে কিছু বলতে ইচ্ছা করেই । যেমন এই গল্পের প্রধান চরিত্রগুলো । প্রথমেই আসে কিশোর কার্লোস, বলতে গেলে সেই এই গল্পের নায়ক । বাবার যোদ্ধা বন্ধুদের সাথে সে আসে এই অনাথ আশ্রমে । তাকে জানানো হয়নি যে তার বাবা মৃত । আশ্রমে এসেই সে দেখতে পায় এক অদ্ভুত কিশোরকে , যাকে সে ছাড়া আর কেউ দেখে না, শুধুই নিঃশ্বাস শুনে বাকিরা । আমাদের গল্পের ভুত । অরফানেজে এসেই তার সাথে কোন্দল বাঁধে হেইমের সাথে । এই হেইমেই ছিল সেই রাতের দুই কিশোরের একজন । সে কিছু জানে, কিছু দেখেছিল, কিন্তু ভয় পায় বলতে । আমরা দেখতে পাই ডাক্তার ক্যাসেরেসকে, বাচ্চাদের সাইকোলজী যিনি খুবই ভাল বুঝেন আর তার সাথে আশ্রমের কো এডমিন কারমেন কে, যার এক পা কাঠের । মুভিতে ফুটে উঠে ক্যাসেরেসের রোমান্টিকতা । প্রতি রাতে তিনি কবিতা আবৃত্তি করে শুনান কারমেনকে । কিন্তু কারমেনের রয়ে যায় লজ্জিত এক অধ্যায় আশ্রমেরই এক কর্মী যুবক ইয়াসিন্তোর সাথে । আর ইয়াসিন্তো ? সে কি না হয় মুভিটা দেখেই বুঝবেন !

মুভিটি আমার খুবই প্রিয় একটা মুভি । পরিচালনা করেছেন গুইল্লেরমো দেল তোরো, যার মুভিগুলো ( প্যান'স ল্যাবিরিন্থ, ব্লেড ২, মিমিক, হেলবয় ) কিছু আগেই দেখেছিলাম আর এখন বাকীসব দেখতে শুরু করেছি (ক্রনোস) । এই মুভিটিতে আরো কিছু ব্যাপার আছে, যেমন দেল তোরোর মুভিগুলো দেখে বুঝলাম ভদ্রলোক কোথাও কোন খুত রাখতে নারাজ, ডিটেইলেসে অনেক জোর দেন । মুভিটাতে মূল কাহিনীর সাথে এত সুন্দর করে কিছু সম্পর্ক এখানে দেখানো হয়েছে যে তা না দেখলে বোঝা যাবে না । যেমন কিশোর হেইমের সাথে ইয়াসিন্তোর বাগদত্তা কঞ্চিতার যে সম্পর্ক, ডাক্তারের সবকিছু সুন্দর করে বাচ্চাদের বুঝিয়ে বলার ব্যাপারগুলো । আর এরই মাঝে বারে বারে দেখা দেয় সেই অদ্ভুত অশরীরী কিশোর, 'সেই নিঃশ্বাস ফেলা একজন' ।
...................................
আরো জানতে এখানে দেখুন...


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

মুভিটা ঢাকায় কোনখানে পামু তাই কন!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

ভাইরে মুভিটা মনে হয় নাও পাইতে পারেন খুইজা, আমি ডাউনলোড করছিলাম, নিতে পারেন একদিন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

কবে কোথায় দিবেন কন????
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

এর মধ্যে তো পারুম না, সামনের সপ্তাহের কোন শনিবার বা রবিবার শুদ্ধস্বরে আইসেন, সবজান্তারে কইলে অয়ও আইবো, টুটুলদা লীলেনদার লগে আড্ডা মারাও হইব, আপ্নেও মুভি পাইবেন, আমি পেন ড্রাইভে কইরা নিয়া আমু নে, আপ্নে এক গিগার মত একটা নিয়া আইসেন, টুটুলদার পিসির থিকাই কপি কইরা নিতে পারবেন, আমার আবার রাইটারটা নষ্ট হইয়া গেসে, নাইলে রাইট কইরাই দিতাম ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

কোথায় ছিলেন ডুব মাইরা বস সচল ছাইড়া.. ম্যালা দিন
কয়াইদান'র গাড়িটারে পারলে আবার ঠ্যালা দিন !

খেকশিয়াল এর ছবি

আকতার ভাই ডুব ইচ্ছা কইরা মারি নাইরে ভাই, মারতে বাধ্য হইছি, টানা তিনদিন অফিসেই আছিলাম কাজে নাওয়া খাওয়া ছাইড়া, মনে হয় রেকর্ড কইরা ফালাইসি টানা কাজ কইরা ! হ শুরু করুম আবার কয়াইদান ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শিক্ষানবিস এর ছবি

ভাল হরর সিনেমা খুব একটা দেখা হয় নাই। আপনার লেখাটা পড়ে তো মুভিটা বেশ ভাল মনে হচ্ছে। দেখতে হবে।

খেকশিয়াল এর ছবি

আমি বলুম অবশ্যই এইটা দেখতে, হরর ভাবের থেকেও মুভিটার ক্লাসিকাল ভাবটাই বেশী দেখার জিনিস, না দেখলে বোঝা যাবে না

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আবু রেজা এর ছবি

মুভিটা দেখতে ইচ্ছে করছে।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সবজান্তা এর ছবি

আপনাদের জন্যই তো আমি গত সপ্তাহে নতুন চার গিগার ফ্ল্যাশড্রাইভ কিনলাম একটা। কবে কোথায় হাজির থাকতে হবে বইলেন, আপনার জন্য যেই মুভিগুলি ডাউনলোড করছি, সেইগুলাও নিয়ে আসবো।

তবে ডেভিল সংক্রান্ত সবচেয়ে ক্ল্যাসিকাল আর থট-প্রভোকিং ছবি হচ্ছে, দ্য ডেভিলস অ্যাডভোকেট।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

তাতো লিচ্চয় ! কিন্তু কমরেড এইটা শিরদাড়া সমেত অন্য ডেভিল, না দেখিলে বুঝিবার লয়, যে গল্প মোদের কি বলতে চায়...
পেন ড্রাইভ আমারে দিয়া দিবি ?? বাহ বেশ বেশ দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

সিনেমার নামটা জানতাম না, জানানোর জন্য অনেক ধন্যবাদ শিয়াল মশাই হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

একগাদা মুভি জমে আছে। শেষ করা হচ্ছে না। সময় নাই। এর মাঝে আপনি আবার আরেকটা দেখার ইচ্ছে জাগিয়ে দিলেন! কি যে করি! দেঁতো হাসি
আপনি কি টরেন্ট দিয়ে মুভি নামান?
________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নিরিবিলি এর ছবি

নাহ্‌ মুভিটা দেখে ফেলবো ঠিক করছি। হাসি

খেকশিয়াল এর ছবি

নাহ টরেন্ট না, ওই সময় র‌্যাপিডশেয়ার দিয়ে নামাইছিলাম

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অয়ন এর ছবি

ডাউনলোড দিছি, সিডার নাই, আরো দুই তিনদিন লাগবো মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।