নিজের সঙ্গে ঝগড়া

মঞ্জুলী এর ছবি
লিখেছেন মঞ্জুলী [অতিথি] (তারিখ: বুধ, ০৮/১০/২০০৮ - ৪:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রবাসে থাকার সূত্রে সব-বারই পূজোর সময় কলকাতা না যাবার কৈফিয়ৎ দিতে হয়। ঐ অসহ্য ভীড়, তারমধ্যে ঘোরা, ঠাকুর দেখা, মনে হয় যেন পাঁচন গেলা। উৎসাহটাই উধাও। অথচ দুনিয়ার লোক সারা বছর বসে থাকে এর জন্য। বিকৃতি না পলায়নপরতা, নাকি নাক উঁচুভাব, ভাবার অবকাশ খোঁজার ফাঁকে টুক করে কলকাতা।


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

ওমা ! এতটুকুন কেন ? ভালই তো হচ্ছিল। আরেকটু লিখলেই পারতেন।

--------------------------------------------------------

মঞ্জুলী এর ছবি

বিপদটা হেথায় নয়, লেখার ঝামেলায়। লিখি তো অভ্র মাউস দিয়ে, খানিক পরে জানিনা কেন আর কাজ করে না। সব হযবরল হয়ে যায়। তবে সবে শুরু,ঘাবড়াবার কিছু নেই।

পান্থ রহমান রেজা এর ছবি

হে হে পড়ার আগেই শেষ।
ভাবছিলাম কলকাতার পূজামন্ডপে ঘুরে আসবো লেখা পড়ার ছলে।

পলাশ দত্ত এর ছবি

এইটা কী হইলো??????????

ঝগড়ায় নিজেকে ফাকি দিতেই পারেন। কিন্তু আমাদের ফাকি দিচ্ছেন ক্যানো! আরো একটু পাওয়া যেতো না?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রণদীপম বসু এর ছবি

ঝগড়া হইলো কেমনে ? ঝগড়ার ভূমিকাও তো তৈরি হলো না ! নাহ্, আপনার দ্বারা ঝগড়া কোনোকালেই হবে না। ঝগড়াটে রমণী তো অনেক দূরের পথ, দিল্লী।

আগে বরং ঝগড়া বিষয়ক কিছু বইপত্র জোগাড় করে থিওরিটিক্যাল জ্ঞানটা নিয়ে নিন। তারপর প্র্যাকটিক্যাল...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মঞ্জুলী এর ছবি

যতটা এই অধমের অভিজ্ঞতা, তাতে ঝগড়া আর আমি, শুরুর শুরুতেই কানগরম, যুক্তিজাল ফেঁসে যায়, তাই নিজের সাথে নিরাপদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।