স্মৃতি তুলে রাখি

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: মঙ্গল, ২৮/০৮/২০০৭ - ৩:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অপেক্ষায় কাটে প্রহর
একাকী। অনেক ভীড়!
নির্জনে। শত কোলাহল!
নিঃশব্দে। শব্দের জুয়া!

ত্রি-শব্দের মিলনে মিলে এক হাহাকার
একাকী নির্জনে নিঃশব্দে
পরম এক বেদনা জাগে হৃদয় গভীরে
সুখ দুঃখ যেমনই হোক
স্মৃতি তার নাম
করুণ পরিণাম।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগলো।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

বেশ বেশ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মৃন্ময় আহমেদ এর ছবি

ধন্যবাদ।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।