নানাকাহিনী

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর হল না একটু সুযোগ জানার--
হঠাত্ সেদিন ঘটল কী যে নানার!
ঘাড়টা চেপে এক ভিখিরি কানার,
মারলেন এক থাবড়া ভীষণ রেগে--
সেই ভিখিরি ভয়েই গেল ভেগে,
থাবড়া সেটা গেলই শেষে লেগে
কার সে গালে? ইন্সপেক্টর থানার!

ডাণ্ডা খেয়ে ঠাণ্ডা হয়ে জেলে,
এখন নানা শান্তসুবোধ ছেলে,
কেউ কখনো বলতে কিছু এলে,
হস্তে করেন তসবি নাকি ধারণ--
তখন তাঁকে বলতে কথা বারণ,
জানতেই চায় তাও যদি কেউ কারণ--
ধাক্কা দিয়ে বের করে দেন ঠেলে!


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

ছন্দটা বেশ অনেকদিনের পরে
মিললো দাদা তোমার ছড়ার তরে
তার পাঠালো টক্কা টরে টরে
পড়লো মনে ছোট্ট বেলায় পড়া
হরেক রকম ছন্দ বুনে গড়া
নানান রকম অনেক মজার ছড়া ...

ছাড়তে থাক নেব কোচড় ভরে

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

বাহ্ আসল ছড়া, মন্তব্যের ছড়া দুটাই মজাদার। ধন্যবাদ মৃদুল ভাই, ধন্যবাদ খেকশিয়াল ভাই।
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

ডাণ্ডা খেয়ে ঠাণ্ডা হয়ে জেলে,
এখন নানা শান্তসুবোধ ছেলে,

আহারে! বেচারা নানা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ছন্দ নিয়া পরীক্ষা-নিরীক্ষা চলুক!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আকতার আহমেদ এর ছবি

আপনার ছড়া নিয়ে নতুন করে কী আর বলবো ! তারচে' সহজ কখনো কোন লেখা ভালো না লাগলেই কেবল কমেন্ট করা । আপনার প্রতি আমার যুগপত্ ভালো লাগা আর ঈর্ষার ধারাটা অব্যাহতই থাকলো ! ভালো থাইকেন ।

স্নিগ্ধা এর ছবি

ব্যাদ্দপ নানা!

নিরিবিলি এর ছবি

ছড়ার ছড়াছড়ি...সুন্দর ছন্দ। আজব নানা!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ব্যাপারটা নয় নতুন করে জানার:
ছড়ায় আপনি বর্ণনা দেন খানার
আজ তো দেখি গপ্পো মজার নানার হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।