একটি ইঁটের আত্মজীবনী

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ১৮/০৭/২০১৮ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুশো সতের তলা বাণিজ্যিক ভবন থেকে পড়তে পড়তে ইঁটটি ভাবছিল, আজ কেউ মারা না যাক।

কিন্তু একশো আটানব্বই তলায় প্রিয়তম স্বামীটি তখন প্রাইভেট সেক্রেটারির অন্তর্বাসের ফিতের জট খুলছিল।

আর একশো বিয়াল্লিশ তলায় প্রবল আশাবাদি তরুণটি সিলিংফ্যানে বাঁধছিল গলার দড়ির অপর প্রান্ত।

ওদিকে বিরাশি তলায় কমিটির নির্বাচনী মিটিংয়ে মারামারি। ভাঙা কাঁচের গ্লাস। তোবড়ানো এজেন্ডা। থুতনিতে কালশিটে।

এবং তিন সন্তানের স্নেহময় পিতা ভেজাল বেবিফুড আমদানির কাগজে স্বাক্ষর করছিল একচল্লিশ তলায়।

ইঁটটি তাই নিয়তির মতোই নেমে এল।
আট বছরের বালকটির মাথায়।

মৃত্যুমুহূর্তে বালকটি শুনল ইঁটটির ফিসফিস বরাভয়।
--খুব বাঁচা বেঁচে গেলি বাপ!

কৃতজ্ঞচিত্তে মাথা পেতে ইঁটটিকে মেনে নিল সে।


মন্তব্য

সোহেল ইমাম এর ছবি

আমার পড়া সেরা অনুগল্প

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

মাহবুব লীলেন এর ছবি

আহা

অতিথি লেখক এর ছবি

দারুণ! তবে শেষ লাইনটা কেমন যেন 'নটে গাছটি মুড়োলো'র মতো লাগলো।

--মোখলেস হোসেন

অনার্য সঙ্গীত এর ছবি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জাহিদ হোসেন এর ছবি

দুর্দান্ত অনুগল্প। জবাব নেই। শেষের লাইনটা না থাকলে মনে হয় বেশী ভালো লাগতো।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

নজমুল আলবাব এর ছবি

আনিসুল হকের প্রথমদিকের একটা উপন্যাস মনে পড়লো।

অতিথি লেখক এর ছবি

আসলেই দারুণ !কত অল্পতেই কত কিছুই না বলে দিলেন !
সিল্ককটন

মন মাঝি এর ছবি

****************************************

আয়নামতি এর ছবি

দারুণ!

শেষ লাইনটার পাখা থাকলে বেশ হতো(নাদান পাঠের মত)।

অতিথি লেখক এর ছবি

দারুণ অ্নুগল্প।

এক লহমা এর ছবি

শেষ লাইনটা বাদ দিয়ে বাকীটা চমৎকার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রণদীপম বসু এর ছবি

হ ! যাক্, ছেলেটা মরলেও অন্তত চোখটা বেঁচে গেলো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

দারুণ অণুগল্প। পড়ে মুগ্ধ হলাম। ক্যাটাগরি কবিতায় কেন? (বাকপ্রবাস)

পলি দেব নাথ এর ছবি

সবাই এই বালকটির মত ভাগ্যবান হয় না।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।