মা দিবস

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ১২/০৫/২০১৪ - ৬:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন ঠিক মজল না তোমাদের মা দিবসে...
একা একা যাকে নিয়ে ভাবি-হাসি-কাঁদি বসে,
কান্না ও হাসিটুকু আমারই সে থাক না!
সব নিয়ে চেঁচামেচি? আমি ভাই কাক না!

অসহায় দিনশেষে যে গায়ের ঘ্রাণ পেয়ে
মনে হয়, ফের বেঁচে উঠলাম প্রাণ পেয়ে!
যার কথা ভাবলেই সারা বুক প্রান্তর--
মেঘ ডাকা দিনে যেন পাহাড়ি তেপান্তর!
যাকে নিয়ে কল্পনা গল্প না--সত্যি!
যার পেটে একদিন আমি এক রত্তি
ছিলাম, অ্যাত্তোটুকু থেকে আজ মস্ত!
সেখানে কর্পোরেট কেন বাম হস্ত
প্রবেশ করিয়ে তুলে নিতে চায় ফায়দা?
কত যে শেখায় বুলি! শিখে তার কায়দা
সেই নিয়ে বকে চলি নানা ছাইভস্ম...
--আমার যে অনুভূতি ভীষণ নিজস্ব!

বহুদিন মার সাথে দেখা-কাছে ঘ্যাঁষা নেই,
মাকে খুঁজে পেলাম না তোমাদের ফ্যাশানেই--
"বোকা ছেলে!" বলত মা! মনে পড়ে? থাক না!
দিবসের নামে আজ ঠিকই আমি পাকনা


মন্তব্য

দুষ্ট বালিকা এর ছবি

হাসি কথা সইত্য!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।