নতুন প্রতিশব্দ ঃ দফা ০৩

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শুক্র, ০৩/০৩/২০০৬ - ১০:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু কিছু বাক্যাংশকে কি আমরা ছোট করে আনতে পারি না? আরবীর মতো বাংলাতেও যৌগিক ক্রিয়া অনেক, সেগুলোকে একটু ঠেসেঠুসে ছোট করা যায় কি না?

যেমন,
পরলোকন = পরলোক গমন করা।
ধৈর্যন = ধৈর্য ধারণ করা
(লিখতে লিখতে ইনসেমিনেশন-এর একটা প্রতিশব্দ মাথায় আসলো, বীর্যন)
ইত্যাদি, আপনার যোগ করুন না কিছু।

এছাড়াও বেশ কিছু শব্দের মাত্রা বৃদ্ধি করা যেতে পারে উপসর্গের পরিবর্তনের মাধ্যমে।

যেমন,
উদ্্বেষ [উৎ + দ্্বেষ] = তীব্র বিদ্্বেষ, যা অন্তর্গত রক্তে ক্রীড়া করে, ইঞ্জিরিতে যাকে বলে অ্যাবহর, অ্যাবোমিনেট। হাসিনা ও খালেদার মধ্যে প্রচন্ড এক উদ্্বেষ কাজ করে।

অতিমর্শ = কোন কাজে কাউকে তীব্রভাবে উৎসাহিত করার জন্যে দেয়া পরামর্শ। পাগলকে সাঁকো না নাড়ানোর অতিমর্শ দেয়া।

অপচালনা = ভুল পথে পরিচালনা। নৌপরিবহন মন্ত্রণালয়টি বর্তমানে যোগ্য লোকের হাতে অপচালিত।

উৎরঞ্জন = ইংরেজিতে অতিরঞ্জনের মাত্রা বোঝানোর জন্য দুটি শব্দ রয়েছে। এগজাযারেট হচ্ছে সহনীয় মাত্রায় অতিরঞ্জন, আর সে মাত্রা ছাড়িয়ে গেলে হাইপারবোল বা উৎরঞ্জন।

আরো কিছু শব্দ আপনাদের পক্ষ থেকে সংযোজিত হবে, এ অত্যাশায় রইলাম। অত্যাশা তো বুঝতেই পারছেন, অতি আশা।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

valo

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।