আদমচরিত ০৪৭

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ১৭/১১/২০১১ - ১২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হ্রদের তীরে একটি মন্দসমীরণপুষ্পবিভূষণকোকিলকূজিত কুঞ্জের কোণে কদম্বতরুর দিকে চাহিয়া ঈশ্বর উলু দিয়া উঠিয়া কহিলেন, "কেউ কি একটি বাঁশি যোগাড় করিতে পার?"

আদম গিবরিলের পঞ্জরে কনুই দ্বারা খোঁচা মারিয়া কহিল, "যাও হে দূত, তোমার ফরমায়েশ খাটিবার ওয়াক্ত নজদিক।"

গিবরিল বিরস কণ্ঠে কহিল, "আমি শুধু বার্তা বহন করি ওহে আদম! বাঁশি সংগ্রহের কর্ম সে আমার নহে।"

আদম আশেপাশে দৃকপাত করিয়া কহিল, "একটি পেল্লায় জ্ঞানবৃক্ষ আমার নাগালের বাহিরে রাখিয়া জ্ঞানলভ্যার্থে কেন ঈশ্বর আমাকে চীন দেশে লইয়া আসিলেন, বুঝিতেছি না। চীন দেশে কী এত জ্ঞান আছে শুনি?"

কে এক স্বর্গদূত হাঁপাইতে হাঁপাইতে ঈশ্বরের স্যুটকেস হইতে একটি শিঙা বাহির করিয়া আনিয়া হাজির করিল।

ঈশ্বর শিঙা হস্তে লইয়া বেজার হইয়া কহিলেন, "চাহিলাম বাঁশি, আনিলি শিঙা?"

স্বর্গদূত মস্তক নমিত করিয়া কহিল, "বাঁশি তো নাই জাঁহাপন।"

ঈশ্বর শিঙা হস্তে লইয়া উৎফুল্ল কণ্ঠে কহিলেন, "কই গিবরিল, কই আবুলিল, তোমরা নিকটে আইস। একটি দৌড় প্রতিযোগিতা হইয়া যাক। যে জিতিবে তাহাকে আমি মন্ত্রী বানাইব।"

আদম গিবরিলের পিঠ চাপড়াইয়া দিয়া কহিল, "যাও হে গিবরিল, দেখ এ যাত্রা তোমার ললাটে মন্ত্রীত্বের শিকা ছিঁড়ে কি না।"

আরেক প্রান্ত হইতে আবুলিল সহাস্যবদনে ভুঁড়ি দুলাইয়া আসিয়া হাজির হইল।

ঈশ্বর কহিলেন, "আমি শিঙা বাজাইলেই তোমরা দুইজন দৌড় শুরু করিবে। যে সর্বাগ্রে ঐ কদম্বতরুটি হইতে একটি কদম আনিয়া আমার হস্তে সমর্পণ করিতে পারিবে, তাহাকে মন্ত্রী করিব।"

গিবরিল গোমড়া মুখে কহিল, "আপনি ইস্রাফিলের শিঙা লইয়া কী করিতেছেন?"

ঈশ্বর চমকাইয়া উঠিয়া শিঙাটি সাভিনিবেশে পরখ করিয়া কহিলেন, "বিষ্ঠা! ইস্রাফিলের শিঙাটি আমার লাগেজে পুরিয়াছে কোন মর্কট?"

আদম ঊর্ধ্বনেত্র হইয়া শিস বাজাইতে লাগিল।

ঈশ্বর সন্তর্পণে শিঙাটি বগলস্থ করিয়া কহিলেন, "বেশ, আমি হুইসেল বাজাইলেই দৌড় শুরু কর।"

ঈশ্বর জিহ্বার নিচে অঙ্গুলি পুরিয়া শিস বাজাইতেই গিবরিল আর আবুলিল দৌড় শুরু করিল। আবুলিলের বিদ্যুৎগতি দেখিয়া সকলেই হতবাক হইয়া পড়িল। গিবরিলকে পশ্চাতে ফেলিয়া সে চক্ষের নিমেষে একটি কদম আনিয়া ঈশ্বরের হস্তে সমর্পণ করিল।

গিবরিল হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল, তাহার ললাটে স্বেদ।

আদম তাজ্জব হইয়া কহিল, "এ কী করিয়া সম্ভব? তুমি না রশ্মি দ্বারা নির্মিত? তুমি আবুলিলের নিকট হারিয়া গেলে?"

গিবরিল কহিল, "ঐ শ্যালক নিউট্রিনো দ্বারা নির্মিত। কিঞ্চিৎ ভারি হইলেও সে আমার ফোটনগুলিকে হারাইয়া দিয়াছে।"

ঈশ্বর আবুলিলের কণ্ঠে মন্ত্রীমাল্য পরাইয়া দিলেন।

আদম কহিল, "যাহ সালা, মজাই মাটি। ভাবিলাম ঈশ্বর বুড়বাকটি ইস্রাফিলের শিঙা বাজাইয়া দিলে বেশ একখানা প্রলয় দেখিতে পাইব, সেই সুযোগও পণ্ড হইল। ঐদিকে আবুলিলও মন্ত্রী হইল।"

গিবরিল আবুলিলের পানে চাহিয়া উদাস কণ্ঠে কহিল, "প্রলয় কি শুধু শিঙা বাজাইলেই ঘটে রে আদম?"


মন্তব্য

দ্রোহী এর ছবি

আবুলিলের তো মন্ত্রী হওয়ার আগে "কলা ছিললে ক্যানো, বুজাই দ্যাও" বলে মাসখানেক ঘ্যানঘ্যানঘ্যান করার কথা! চোখ টিপি

ইমরান মাহমুদ এর ছবি

গিবরিল আবুলিলের পানে চাহিয়া উদাস কণ্ঠে কহিল, "প্রলয় কি শুধু শিঙা বাজাইলেই ঘটে রে আদম?"

হক কথা!

তাপস শর্মা এর ছবি

গুরু গুরু । মুখফোড় জিন্দাবাদ।

সজলায়তন এর ছবি

বিষ্ঠা বিষ্ঠা! হাসি
আবুলিল আর গিব্রালের মান ইজ্জত তো ধুলায় লুটাইয়া দিলে মুখোফোড় ভ্রাতা! চোখ টিপি

শাব্দিক এর ছবি

বিষ্ঠা!

গড়াগড়ি দিয়া হাসি

রু (অতিথি) এর ছবি

মুখফোড় গল্প চুরি করেছে। উনার নামে প্লেজারিজমের মামলা উঠানো উচিত।

নিটোল এর ছবি

গিবরিল কহিল, "ঐ শ্যালক নিউট্রিনো দ্বারা নির্মিত। কিঞ্চিৎ ভারি হইলেও সে আমার ফোটনগুলিকে হারাইয়া দিয়াছে।

হো হো হো হো হো হো

_________________
[খোমাখাতা]

কাবেরী এর ছবি

প্রলয় কি শুধু শিঙা বাজাইলেই ঘটে ?????

ত্রিমাত্রিক কবি এর ছবি

ফুটোনের অংশটা মারাত্নক লাগছে, বাকি স্যাটায়ার অর্জিনালের চেয়ে ভাল হয় নাই বস দেঁতো হাসি কিছু কিছু অর্জিনাল পিসের জইন্যে বোধকরি স্যাটায়ার লাগে না দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রু (অতিথি) এর ছবি

একমত।

শিশিরকণা এর ছবি

একমত। অজ্জিনাল এখন মুখার সঙ্গে দৌড় লাগিয়েছে।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ব্যাঙের ছাতা এর ছবি

চলুক দারুন কিন্তু মনে ভাবনার উদয় হইল এই মর্মে "যদি বুড়বাকটি শিঙ্গাই বাজাইয়া দিত? তাহা হইলে মন্ত্রীত্বের কী হইত চিন্তিত "

আমি তোমাদেরই লোক এর ছবি

গিবরিল আবুলিলের পানে চাহিয়া উদাস কণ্ঠে কহিল, "প্রলয় কি শুধু শিঙা বাজাইলেই ঘটে রে আদম?"

অসাধারন... :গুরু:

উচ্ছলা এর ছবি

মুখফোড়ের মত মাস্টারপিস আর একটাও আসমান-যমিনে নাই, এইটা জেনেই আমরা আনন্দিত গুরু গুরু

পথখোঁজা পথিক এর ছবি

প্রলয় কি শুধু শিঙা বাজাইলেই ঘটে

উরাধুরা .........

হেমন্তের ঘ্রাণ এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবুলিল মন্ত্রী হইলে আর শিঙ্গা ফুকাইতে হয় না... এমনি এমনি প্রলয় হয়ে যাবে

______________________________________
পথই আমার পথের আড়াল

ফাজিল এর ছবি

উত্তম জাঝা!

নুর নবী দুলাল এর ছবি

এই পর্বটি তেমন ভাল লাগেনি। তাছাড়া যে বিষয়ে লিখেছেন, সেটি অনেক পুরানো হয়ে গেছে। তারপরও আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সিরিজটি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।

অভিন্ন পরম সত্তা এর ছবি

সহমত

নুরুজ্জামান মিলন এর ছবি

আবুলিল হারামী পুত্রকে নিকটে পাইলে উহার গুহ্যদ্বার দিয়া পদ্মা সেতু প্রবেশ করাইব বলিয়া পণ করিয়াছি।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

শুভাশীষ দাশ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দুর্দান্ত এর ছবি

রশ্মি কি খালি আলোরই হয়? নিউট্রিনোরও কি রশ্মি থাকতে পারেনা?
---

এইমাত্র খেয়ালে নিলাম যে 'রশ্মি' আর 'রওশনি' শব্দদুইটা কত কাছাকাছি।

দময়ন্তী এর ছবি

হো হো হো

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

HALUM D এর ছবি

গুরু গুরু

বেনামা এর ছবি

আবুলিল একখানা ষণ্ডবিষ্ঠা!

অতিথি লেখক এর ছবি

হাততালি

সাফিনাজ আরজু এর ছবি

হো হো হো হো হো হো

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।