জংলাদেশের চন্দ্রজয় ঃ কল্কি কান্ড

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: সোম, ৩১/০৭/২০০৬ - ৮:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিরাট কাহানি ইহা, সংক্ষেপে বর্ণিলে
মজা মারা যাবে, সাথে চোট পাবে দিলে।
রসাইয়া কষাইয়া তাই কান্ডে একাধিক
ব্যাখ্যান করিলে মনু মজা পাবে ঠিক।
নাহক না খুঁজো তোমরা দর্শন প্রমাণ
মুখফোড় ভাংখোর ভনে শুনে পুণ্যবান।

জংলার মুল্লুকে যিনি মন্ত্রী যোগাযোগে
হঠাৎ একদিন তারে ধরিলো কী রোগে।
গাঁজার কল্কির বশে বুদ্ধি হইলো নাশ
সম্মেলন ডাকি সে যে করিলো প্রকাশ।
পাশর্্ববতর্ী রাজ্য থেকে চন্দ্রে গেছে যান
আমাদেরও যাইতে হবে রাখিতে সম্মান।
লাগুক অর্বুদ টঙ্কা, নিযুত লোকবল
আসছে পৌষ মাসে চন্দ্রে পাঠাবো শাটল।
ঘোষণা শুনিয়া লোকে বিস্ময়ে অজ্ঞান
মুখফোড় ভাংখোর ভনে শুনে পুণ্যবান।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।