আমাদের নানান মতে নানান দলে দলাদলি

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ৩:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশাত্ববোধক গান
লেখা ও সুর: সলিল চৌধুরী
----------------------------

আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি,
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ফেরা ঘরে ঘরে প্রানের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি।।

যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি শান্তি শান্তি
আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়
আর নয় মায়েদের শিশুদের কান্না আর না আর না আর না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না।।

আমাদের দেশের কোটি হাতে হাতে কাজের ক্ষুধা
খনি পাহাড় অগাধ মাটি ভরা সুধা
তবুও আকাল মহামারি, ঘরে ঘরে অনাহারী বাস্তূহারা বেকার মরে হায়রে সোনার দেশ
অশান্তির এই দেশে গড়ি প্রানের পরিবেশ
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।

যখন প্রশ্ন ওঠে ............ (দ্বিতীয় পেরা এখানে আবার)।।

শুনি আজ মুস্টিমেয় পিশাচ মাতে রণসাজে
দুনিয়া যায় রসাতলে লুটের কাজে
আমরা তখন দুনিয়াতে শান্তি প্রিয় সবার সাথে কন্ঠ মিলাই প্রতিবাদে যুদ্ধ বরবাদ
যুদ্ধবাজের বিরুদ্ধে তাই বাড়াই কোটি হাত
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।

যখন প্রশ্ন ওঠে ............ (দ্বিতীয় পেরা এখানে আবার)।।

গানের লিংক।।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

গানটা দারুন চলুক

ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য। খুব ভালো লাগল।

ভূঁতের বাচ্চা এর ছবি

'পেরা' শুনে একটু মজা পাইসি।
আমরা আসলে 'প্যারা'-এভাবে লিখি মুমু।
তোমায় ধন্যবাদ।

---------------------------

--------------------------------------------------------

সঞ্জয় আচার্য  এর ছবি

এই গানে বেশ কিছু জায়গাতে আদি বানান ও বাণীতে ভুল ছিল। নিচে সঠিক বাণী দিলাম-

আমাদের নানান মতে নানান দলে দলাদলি,
কেউ বা চলে ডাইনে বা কেউ বাঁয়ে চলি,
একই সাগরে তুলেছি ঢেউ
কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ,
শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।

যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি
আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি
আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি, শান্তি, শান্তি
আর রক্ত নয়, নয়
আর ধ্বংস নয়, নয়
আর নয় মায়েদের শিশুদের কান্না
(আর না, আর না, আর না)
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ আর না!

আমাদের দেশের কোটি হাতে হাতে কাজের ক্ষুধা
খনি পাহাড় অগাধ মাটি ভরা সুধা
তবুও আকাল মহামারী
ঘরে ঘরে অনাহারী
বাস্তুহারা বেকার মরে, হায়রে সোনার দেশ
অশান্তির এই দেশে গড়ি প্রাণের পরিবেশ
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।

শুনি আজ মুষ্টিমেয় পিশাচ মাতে রণসাজে
দুনিয়া যায় রসাতলে লুটের কাজে
আমরা তখন দুনিয়াতে শান্তিপ্রিয় সবার সাথে
কন্ঠ মিলাই প্রতিবাদে ‘‘যুদ্ধ বরবাদ’’
যুদ্ধবাদীর টুঁটি টেপা বাড়াই কোটি হাত
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।