বাংলা বানান পরীক্ষা করার উপায় কী?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ০৬/০১/২০০৮ - ৪:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অংকুর বাংলা সম্প্রতি মোজিলা ফায়ারফক্সের জন্য বাংলা বানান পরীক্ষক প্রকাশ করেছে। সেটা ব্যবহার করে খুব সহজেই সচলায়তনে লেখার সময় বানান পরীক্ষা করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • মোজিলা ফায়ারফক্স ইনস্টল করা না থাকলে ইনস্টল করুন এখান থেকে
  • ফায়ারফক্স ব্রাউজ করার সময় ক্লিক করুন এই লিংক। একটা উইন্ডোতে ইনস্টল করার অপশন আসবে। "install" ক্লিক করুন।
  • ফায়ারফক্সের সবগুলো উইন্ডো বন্ধ করে আবার চালু করুন।
  • সচলায়তনে "ব্লগ লিখুন" ক্লিক করুন। ব্লগ লেখার ঘরে রাইট-ক্লিক করে "Spell check this field" সিলেক্ট করুন শুধুমাত্র যদি এটি টিক চিহ্নিত না থাকে। টিক চিহ্নিত থাকলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন "বাংলা"। নিচের ছবি দেখুন।

বাংলা বানান পরীক্ষাবাংলা বানান পরীক্ষা

এই বানান পরীক্ষকের ব্যাপারে কোন মতামত থাকলে অংকুর বাংলাফিডব্যাক ইমেইলে জানাতে পারেন। এছাড়া অমি আজাদের টিউটোরিয়ালটাও দেখতে পারেন।

আশা করি আপনার বাংলা লেখার অভিজ্ঞতার ঝুলি দিনে দিনে আরও ভারি হবে।