আমার পুরোনো লেখাগুলো কীভাবে প্রকাশ করব?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৭/২০০৭ - ৪:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন ইউনিকোড লেখা ব্যবহার করে। পুরোনো লেখাগুলি সাধারণত ইউনিকোডভিত্তিক হয় না। তাই সেগুলোকে ইউনিকোডে বদলাতে হয়।

সচলায়তনের অভ্যন্তরীন প্লেইন টেক্সট কনভার্টার

পুরোনো লেখা ইউনিকোডে বদলাতে প্রথমে আপনার পুরোনো লেখা পেস্ট করুন টেক্সটবক্সে। তারপর পেস্ট করা লেখা সিলেক্ট করে টেক্সটবক্সের উপর "বদলাও" চাপুন। কোন ধরনের লেখা সেটা বলে দিন bijoy, bij, bangsee, bang, boisakhi, boi, bornosoft, borno বা nukta, nuk এভাবে। তারপর ওকে ক্লিক করুন। আপনার নির্বাচিত লেখাটুকু বদলে যাবে ইউনিকোডে।

যেসব ফরম্যাট সাপোর্ট করা হয়ে থাকে, সেগুলি হচ্ছে

  • বিজয় - bijoy বা bij
  • বংশী - bangsee বা bang
  • বৈশাখী - boisakhi বা boi
  • বর্ণসফট - bornosoft বা borno
  • নুকতাযুক্ত লেখা - nukta বা nuk

পুরোনো লেখা বদলে নিন সচলায়তনেইপুরোনো লেখা বদলে নিন সচলায়তনেই

সচলায়তনের অভ্যন্তরীন রিচ টেক্সট কনভার্টার
(বিস্তারিত আসছে)

যদি কনভার্শনে কোন সমস্যা পান তাহলে support এট sachalayatan ডট com বা contact এট sachalayatan ডট com আপনার যে টেক্সট কনভার্ট করতে চাচ্ছিলেন সেটা এবং ভুল ভাবে কনভার্ট হওয়া টেক্সট দুটোই ইমেইল করুন।

অন্যান্য কনভার্টার

এছাড়া এই অনলাইন কনভার্টার, অভ্র অফলাইন কনভার্টারও বা নিকস কনভার্টারও ব্যবহার করতে পারেন।