লিংক দিবো কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৬/০৭/২০০৭ - ১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

লিংক দেয়ার অটোম্যাটিক পদ্ধতি হচ্ছে লেখার টেক্সটবক্সটার উপরে লিংক বাটনে ক্লিক করা এবং সেখানে লিংকটি পেস্ট করে দেয়া। তবে কোনলেখার উপরে লিংক দিতে গেলে বাটন ক্লিক করার আগে লেখাটিকে সিলেক্ট করে নিন।

ম্যানুয়্যালি লিংক দিতে চাইলে যে লেখাটির উপর লিংক দিতে চান সেটার দুপাশে এইভাবে লিখুন: [url=এইখানে লিংকটি দিন]গুগলে যেতে ক্লিক করুন[/url]। তাহলে গুগলে যেতে ক্লিক করুন লেখাটি একটি ক্লিকেবল লিংক হয়ে যাবে।

উদাহরন স্বরূপ
[url=www.google.com]গুগলে যেতে ক্লিক করুন[/url] লিখলে সেটা দেখাবে: গুগলে যেতে ক্লিক করুন

ম্যানুয়াল এই পদ্ধতি না ব্যবহার করে যদি অটোমেটিক বাটন ব্যবহার করতে চান তাহলে প্রথমে লিখুন গুগলে যেতে ক্লিক করুন, তারপর লেখাটি সিলেক্ট করুন, লিংক বাটন ক্লিক করুন এবং পপআপ বক্সে লিংক হিসেব টাইপ করুন www.google.com