বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ডঃ আহমাদ আহসানের সাক্ষাৎকার - পর্ব ২/৩

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: বুধ, ১৬/০৬/২০১০ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের অনেক সন্তান বিদেশের মাটিতে পড়ে আছেন। এদের অনেকে স্ব-স্ব ক্ষেত্রে মুখ উজ্জ্বল করার মত সফল। কিন্তু তারা কী করেন? বাংলাদেশের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা কী? বৈশ্বিক সমস্যা নিয়ে তাদের মতামত কী? তাদের খুঁজে বার করে এই ব্যাপারগুলি নিয়ে প্রশ্ন করছে না কেউ।

বেতারায়তনের পক্ষ থেকে এরকমই একজনকে খুঁজে বার করা হয়েছে সম্প্রতি। ডঃ আহমেদ আহসান কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে ডক্টরেট করে বর্তমানে অর্থনীতি বিদ হিসেবে বিশ্বব্যাঙ্কে কর্মরত আছেন।

বেতারায়তন টীমের পক্ষ থেকে স্নিগ্ধা আলী, জুবায়ের মাহবুব এবং এস এম মাহবুব মুর্শেদ ইন্টারভিউ নিলেন এই মানুষটির। দ্বিতীয় পর্বে থাকছে বিশ্ব ব্যাঙ্কে ডঃ আহামাদের কাজ নিয়ে আলোচনা, বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ অর্থনীতি এবং অর্থনীতিতে নারী নিয়ে আলোচনা।

প্রথম পর্ব


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

______________________
বর্ণ অনুচ্ছেদ