বই-দেশিকে শাহবাগ

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ৬:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগে আজ সচলায়তনের সদস্যরা অন্য দিনের মতোই জড়ো হয়েছিলেন, তবে এবার সচলের ব্যানার নিয়ে। শাহবাগে জড়ো হওয়া আনুমানিক তিন লক্ষ মানুষের ভিড় থেকে বেতারায়তনের বই-দেশিক আড্ডায় তিনজন সচল এসে উপস্থিত হয়েছিলেন গতকাল রাতে। আড্ডায় ছিলেন ওডিন, সুরঞ্জনা, স্যাম ও হিমু।

Latest betarayatan's Cloudcasts on Mixcloud

বই-দেশিকের আগামী পর্বে আমরা আলোচনা করবো খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রাজাকারবিরোধী বিক্ষোভ সমাবেশের চিত্র নিয়ে।

জয় বাংলা।


মন্তব্য

সাফিনাজ আরজু এর ছবি

এখনও আলোচনা শুনতে পারিনি।
সচলের ব্যানার দেখে খুব ভালো লাগল, তাই তড়িঘড়ি ভাললাগা জানিয়ে গেলাম। পরে আলোচনা শুনে নিব।:)
জয় বাংলা !!!

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার। খুবই চমৎকার হইছে। স্যাম ভাইকে স্যালুট অসাম পোস্টারগুলার জন্য। আমাদের এখানে আমরা কালকে করছি ভ্যাঙ্কুভারে। টোটাল ব্যাপারটাই একটা অসাম ব্যাপার।

আলাদাভাবে উল্লেখ করার মত কিছু নাই। ছড়ার আইডিয়াটা অসাধারণ। ছড়ার ব্যাপারটা হইলে অবশ্যই সেটার ভিডিও দেখতে চাইব। আখতার ভাই, রিটন ভাই, মৃদুলদার ছড়ার জন্যে এর থেকে উপযুক্ত পরিবেশ হয় না।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আয়নামতি এর ছবি

আলোচনা অনুষ্ঠান যে এত প্রাণবন্ত হতে পারে এটা তার প্রমাণ! খুব ভালো লাগলো।
ওডিন,স্যাম, সুরঞ্জনা এবং হিমু কে সেজন্য ধন্যবাদ জানাই।
ছড়ার আইডিয়াটা খুব চমৎকারভাবে সবাইকে উজ্জেবিত করবে বলে মনে করি। ওটা হোক।
যদিও শাহবাগ থেকে আমি বহুদূরে কিন্তু গতকাল ফোনের মাধ্যমে ওখানকার স্লোগান শোনার এবং দেবার
সৌভাগ্য হয়েছে আমার। স্লোগান আজ সকাল অবধি চালু ছিল এবং গলার স্বর বসে অবস্হাই খারাপ।
তাই লাকি নামের বোনটির গলার স্বর নিয়ে চিন্তিত হচ্ছি। ওডিন ভাইয়ার পরামর্শ মত তার বিশ্রাম দরকার।
খুব সুন্দর এই অনুষ্ঠানের জন্য আবারও ধন্যবাদ।

নাদির জুনাইদ এর ছবি

আলোচনা খুব উপভোগ করলাম। নিজে সশরীরে শাহবাগ-এর গণজাগরণ-এ থাকতে পারলাম না। কেবল ছবি আর ভিডিও ক্লিপ দেখে এতো দূর-এ বসে অস্থির বোধ করছি। যারা এই গণজোয়ার-এ সরাসরি সামিল হলেন তাদের কাছ থেকে শাহবাগ-এর আন্দোলন-এর অসাধারণ পরিবেশ এর বর্ণনা শুনে খুব ভাল লাগলো।

ধুসর গোধূলি এর ছবি

লাকি আক্তার নারী জাতির কলঙ্ক না, বরং তিনি জামাতের মহিলা সংগঠন এসলামি ছাত্রী সংস্থার সব সদস্যার গালে চপেটাঘাতসম। নারী জাতির কলঙ্ক হলো তারাই যারা চার লাখ নারীর ধর্ষক জামাতে ইসলামির ছাত্রী সংস্থায় সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে যোগদান করে।

স্পর্শ এর ছবি

দারুণ আলোচনা! এমন আরো চাই!
ব্যানারের কবিতাটা কার লেখা কেউ জানলে প্লিজ জানাবেন।

আর আলোচনার টপিক হিসাবে, "রাজনৈতিক আন্দোলন বনাম অরাজনৈতিক আন্দোলন" প্রসঙ্গটা আসতে পারে। যেমন অতীতে দেখেছি, কোনো আন্দোলনে অংশগ্রহনকারীরা, "আমরা সাধারন ছাত্রছাত্রী, বা আমরা কোনো রাজনৈতিক দল নই, বা আমাদের আন্দোলন অরাজনৈতিক" এমন বক্তব্য দেওয়ায় সমালোচনার শিকার হয়েছেন। সেই সমালোচনাকারীরা আজকের প্রজন্ম চত্তরের এই গণজাগরণকে কী দৃষ্টিতে দেখছেন?

এই জাগরণ প্রচলিত রাজনৈতিকদলগুলো কোনো হিসাবের মধ্যে ফেলতে পারছে না বলে মনে হয়। ব্লগ এবং সোশাল মিডিয়ার মাধ্যমে যুক্ত তরুণ প্রজন্ম একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে দেখা দিয়েছে। এই ব্যাপারগুলো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় কী কী পরিবর্তণের সম্ভাবনা রাখে?

দেশের টানে যারা শাহবাগ ছুটে গেলেন, ছুটে যেতে পারলেন, তাদের প্রতি শ্রদ্ধামিশ্রিত ঈর্ষা রইলো।

বেতারায়তনের বই-দেশিক আয়োজন জারি থাক। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...

আইলসা এর ছবি

জানতাম না, জানলে থাকা যেতো...

আমার ভাগ্নী কে নিয়ে গিয়েছিলাম.. অসাধারন অনুভূতি।
ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আলোচনাটা খুব ভালো হয়েছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আলোচনা খুবই ভালো লেগেছে। হিমু ভাই আর সুরঞ্জনার বেতারস্বর তো মারাত্মক সুন্দর! হাসি

স্যাম এর ছবি

তাতো হবেই - দুইজন ই গান জানে - আমি আর ওডিন শুধু শ্লো গান জানি চোখ টিপি

জুন এর ছবি

দেঁতো হাসি

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।