সেই মেয়েটার

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০/১০/২০১১ - ৯:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেই মেয়েটার চোখের তারার ঝলকে,
মন ছেলেটার কি উচাটন পলকে,
পথ হারালো তার গুচ্ছ অলকে।

স্বর্গ বুঝি আসলো নেমে ভূলোকে!
কি মনোরম রাঙালো দিনগুলোকে,
রাখলো তারে অসাধারণ পুলকে।

যে মিশে রয় রক্ত স্রোতের বলকে,
হৃৎপিণ্ডে, খোদাই করা ফলকে,
সেই মেয়েটা করলো শেষে ছল ওকে!

প্রেম মেয়েটার পায়ের নীচে দলিত,
স্বপ্ন ছেলের পথের ধূলায় স্থলিত,
হৃদয় জুড়ে শব স্তুপাকার, গলিত।।


মন্তব্য

 তাপস শর্মা  এর ছবি

কান্না পাওয়ার পক্ষে যথেষ্ট, কবি কি করলেন, বিষণ্ণ হয়ে গেলাম মন খারাপ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

বাস্তবে এমন যে হয়ে যায় কখনো সখনো! তাদের কষ্টের কথাও যে না লিখে পারি না। আমাকে মাফ করবেন বিষণ্ণতা এনে দেবার জন্য।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

উচ্ছলা এর ছবি
খন্দকার আলমগীর হোসেন এর ছবি

একজন বিষণ্ণ হলেন। আরেকজন মিষ্টতা পেলেন! দুজনকেই আমার শুভেচ্ছা।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মৌনকুহর এর ছবি

চিরায়ত...... ইয়ে, মানে...

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

হ্যাঁ, চিরায়ত...... চোখ টিপি

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

বন্দনা কবীর এর ছবি

আহারে !! মন খারাপ

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

দুঃখ শেয়ার করলে কমে শুনেছি। চিন্তিত

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

জসিম এর ছবি

খুব ভাল হয়েছে ।ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।