লেখা রঙিন করব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৭/০৬/২০০৭ - ১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লেখা রঙিন করার জন্য বিবিকোড [=রঙের ইংরেজি নাম] ব্যবহার করতে হবে। যে অংশটুকুতে ইফেক্ট যোগ করতে চান সে অংশটার আগে [=রঙের ইংরেজী নাম] এবং পরে [/] লিখতে হবে। তবে এখানে ফন্টের যে রং দেখতে চান লিখতে হবে প্রথম [] এর সাথে।

রঙের ইংরেজী নাম এর জায়গায় লিখতে পারেন red, blue, yellow, pink ইত্যাদি। ইচ্ছে করলে হেক্সাডেসিমেল কোডও লিখতে পারেন (যেমন #F0F8FF, #FFF8DC)। যে যেটা সুবিধা মনে করেন। পছন্দমতো রঙের নাম/হেক্সা কোড এ সাইটে পাবেন ।

যেমন:
রংপুকুরের নাম কেন রংপুকুর হলো।
দেখাবে, রংপুকুরের নাম কেন রংপুকুর হলো।

এ প্রসঙ্গে আরো জানতে ফরম্যাটিং গাইডবুক দেখুন।