ছবি যুক্ত করব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৭/০৬/২০০৭ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ক) অন্য ওয়েবসাইটের ছবি
১। উপরে "ছবি" বাটনে ক্লিক করুন।
২। অন্য ওয়েবসাইটের ছবির ঠিকানা পেস্ট করুন।
৩। ওকে ক্লিক করুন।

(খ) আপনার কম্পিউটারের ছবি

১। লেখার নিচে ছবি জুড়ে দেবার আইকনে ক্লিক করুন।

২। একটি নতুন উইন্ডো আসবে। সেখানে আপনার আগে লোড করা ছবি থাকলে সেটা ব্যবহার করতে পারেন।

৩। নতুন ছবি আপলোড করতে ক্লিক করুন "আপলোড" বাটন। ছবি ব্রাউজ করে সিলেক্ট করে ফেলুন। ছবির একটা শিরোনাম (বাধ্যতামূলক) দিন। নীচে ছবি সর্ম্পকে কোন বর্ণনা যুক্ত করতে চাইলে তা-ও করতে পারেন। তারপর সেটা সংরক্ষণ করুন।

৪। এবার যে পেজে ফিরে আসবেন সেখানে ছবির উপর ক্লিক বা ইনসার্ট ক্লিক করুন।

এরপর আপনি ফিরে আসবেন আপনার লেখায়। ছবির সাইজ ৫০০ কিলোবাইটের এর কম হওয়া প্রয়োজন। ব্যস।

এ প্রসঙ্গে আরো জানতে ফরম্যাটিং গাইডবুক দেখুন।

ভিডিও টিউটোরিয়াল

(গ) ফ্লিকার থেকে ছবি
ফ্লিকার থেকে চাইলে আপনার নিজ অ্যাকাউন্ট থেকে ছবি এমবেড করতে পারেন। কীভাবে তা করতে হয়, জানার জন্যে দেখুন নিচের ভিডিওটি।

লক্ষ্য করুন, ভিডিওতে প্লেইন টেকস্ট এডিটরে কিভাবে ছবি ইনসার্ট করতে হয় সেটা বলা হয়েছে। রিচটেক্সট এডিটরের জন্য ফ্লিকার কোডটি সরাসরি পেস্ট না করে রিচটেক্সট এডিটর টুলবারের 'ইনসার্ট এইচটিএমএল' বাটনটি টিপুন (পেস্ট বাটনের পাশে)। এতে করে যে উইন্ডো আসবে, কোডটি সেই উইন্ডোতে পেস্ট করুন।