বাংলা লিখব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে যে কোন টেকস্ট বক্সে সহজেই বাংলা লেখা সম্ভব। যে কোন টেক্সট ফিল্ডে গিয়ে শর্টকাট KEY চাপুন।

  • ইংরেজি টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন
  • ইউনিঅমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন
  • অমুক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন
  • ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন
  • ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন
  • প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন

অনেক সময় বাংলা লেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাকে অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে বলবো। অভ্র বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে। এছাড়া একটি অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে

নিচের ভিডিওটি আপনাকে বাংলা মন্তব্য যোগ করার ব্যাপারে সহায়তা করবে।