লগইন করতে পারছি না কেন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ১৭/০৮/২০০৭ - ২:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমত, আপনাকে নিবন্ধনের পর কিছুদিন অপেক্ষা করতে হবে সচল হবার জন্য। আপনাকে সচল করা হলে আপনি একটি ইমেইল পাবেন আমাদের কাছ থেকে। তার আগে আপনি লগইন করতে পারবেন না।

আপনি যদি সচল হয়ে গিয়ে থাকেন অথচ লগইন করতে না পারেন তাহলে নিচের নির্দেশনাগুলি দেখুন। আর যদি ইতোমধ্যে সচল না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন। এ ব্যাপারে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার আগ্রহ ও ধৈর্য্যের জন্যে আপনাকে ধন্যবাদ।

দ্বিতীয়ত, আপনার বাংলা নাম লগইন হিসেবে ব্যবহার করুন। বাংলা কীভাবে লিখতে হয়, তা জেনে নিন এখান থেকে: http://www.sachalayatan.com/to_write_bangla।

অথবা ইংরেজি লগইন নামও ব্যবহার করতে পারেন। যদি টেক্সট বক্সে বাংলা আসে তাহলে ESCAPE চেপে ইংরেজী করে নিন।

পাসওর্য়াডের বক্সটি ইংরেজি, অর্থাৎ এটি সচলায়তনের অন্যান্য টেক্সট বক্সের মত স্বয়ংক্রিয়ভাবে বাংলা হয়ে যায় না। তাই এখানে কিছু করার দরকার নেই। এমনকি অভ্র বা অন্য কোন বাংলা লেখার প্রোগ্রাম চালু থাকলে সেগুলোও বন্ধ করে দিন। তারপর ইংরেজি পাসওয়ার্ডটি লিখুন।

নিবন্ধনের সময় যদি অভ্র ব্যবহার করে পাসওর্য়াডটিকে বাংলায় দিয়ে ফেলেন তাহলে আবার বিপদ। এ থেকে পরিত্রাণ পেতে নিবন্ধনের সময় আপনি যে ইমেইল এড্রেস ব্যবহার করেছিলেন, সেখান থেকে একটি ইমেইল ছুঁড়ে দিন বা এ, আপনার বাংলা এবং ইংরেজি লগইন নাম সহ।

আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।