দখিনা বাতাস

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ২১/১২/২০০৮ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিশীথের বুক চিরে বয়ে গেল দখিনা বাতাস!

যুগে যুগে ফিরে আসা এ কোন কিংবদন্তী নয়,
নয় কোন প্রভাতী পাখির গানে সুরের অরুণোদয়,
এ যেন শরতের এক বিন্দু শিশিরের মত,
বর্ষার জলের শরীরে সহসা বিজলীর ক্ষত,
দিনশেষে পথহারা ক্লান্ত পথিকের দীর্ঘশ্বাস,
কষ্টের ঘ্রাণ বুকে বয়ে গেল দখিনা বাতাস!!


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ খুব ভালো লাগলো। চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।