ব্যঙ্গ বঙ্গাভিধান - ০৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ৩০/১২/২০০৭ - ১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যঙ্গ বঙ্গাভিধান সংকলনে গত পর্বে সচলায়তনের লেখক-পাঠকের সক্রিয় অংশগ্রহণ এই পর্বেও অব্যাহত থাকবে, সেই প্রত্যাশাতেই ঐতিহ্য ভেঙে ১০টির বদলে ২০টি শব্দার্থ দিচ্ছি এবার।

(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )

_________

ব্যঙ্গ বঙ্গাভিধান

৫১. কিঞ্চিৎকর: সামান্য ট্যাক্স
৫২. ধনবান: পুরুষ
৫৩. ধনবতী: Hermaphrodite
৫৪. টিকটিকি: ঘড়ি (ইলেকট্রনিক ঘড়ি হিসেবের বাইরে)
৫৫. গুদাম: বিষ্ঠার মূল্য
৫৬. কালসিন্ধু: Black Sea
৫৭. সাধারণ: ১. অনুশীলিত যুদ্ধ; ২. পীড়পীড়ি করে ঘটানো যুদ্ধ
৫৮. বউনি: স্ত্রী নাকি?
৫৯. চেতনা: ক্ষুব্ধ না হবার আহ্বান
৬০. বিদ্যায়তন: জ্ঞানের সাইজ
৬১. স্নাতক: যে ভেজায়
৬২. অজ্ঞাতপূর্ব: অনাবিষ্কৃত প্রাচ্য
৬৩. সংবিধান: ক্লাউনদের নীতিমালা
৬৪. ওয়াক আউট: বমি
৬৫. নাগরিক: প্রেমিক বিষয়ক (যেমন - নাগরিক অধিকার)
৬৬. চিত্রাভিনেত্রী: চিত্রাও রাজনৈতিক নেত্রী
৬৭. পরামর্শ: অর্শ রোগের চূড়ান্ত পর্যায়
৬৮. উপাখ্যান: পার্শ্ব-কাহিনী
৬৯. অন্তরায়: সুপ্রিম কোর্টের রায়
৭০. কবিতা: আইডিয়া, কবি কর্তৃক তা দেয়ার পর


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

পরামর্শ: অর্শ রোগের চূড়ান্ত পর্যায়

খুবই জটিল লাগছে!!

নজমুল আলবাব এর ছবি
তানভীর এর ছবি

গুল্লি (বিপ্লব)

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

থার্ড আই এর ছবি

কাঠালের কোষতো প্রবাসে দূর্লভ তাই সেটার কথা বাদ,
আর সন্ন্যাস জীবন যাপনের জন্যও আপনাকে ×× কোষ বিশারদও বলা যাবেনা..!!
তবে আপানাকে বছরের সেরা সচল কোষ বিশারদ হিসাবে খেতাব দেয়ার জন্য কতৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী এক "জটিল'" (সচলায়তনে প্রচলিত অর্থে নয়) কমেন্ট করলেন! আমি তো বুঝেই উঠতে পারলাম না শানে নযুল!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

চেতনা, ওয়াকআউট ও পরামর্শ---দারুণ

গৌতম

বিপ্রতীপ এর ছবি

ধনবান: পুরুষ

হো হো হো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

কনফুসিয়াস এর ছবি

গুল্লি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ওয়াক আউট... অসাধারন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ওয়াক আউটের কপিরাইট কিন্তু আমার বোনের হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

এই সিরিজের অভিনবত্ব উপভোগ করেছি সবচেয়ে বেশি। শব্দ নিয়ে যেভাবে খেলেছেন, তা এক কথায় অসাধারণ! সচলায়তনে আর কোন সিরিজ না দিয়েও শুধুমাত্র এই একটিও যদি দিতেন, আজীবন মনে রাখতাম তা, এতটাই ভাল লেগেছে আইডিয়াগুলো।
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।