আমাদের ক্ষমা কর

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: শুক্র, ৩০/০৪/২০১০ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

<<আমাদের ক্ষমা কর>>

দারফুরের কঙালসার শিশুরা
তোমাদের দিতে পারি না খাদ্যের আশ্বাস কিংবা মুক্তির স্বাদ
খালি পারি, মানবতার নামে বলি দিতে।
আমরা মানুষের মোড়কে কিছু অমানুষ
পারলে আমাদের ক্ষমা কর।

ফিলিস্তিনি কিশোরেরা
হাতের কলম ফেলে তুলে নিয়েছ ইট,পাথর আর নুড়ি
মুগ্ধ হই তোমাদের সাহস দেখে
তবু পারি না ইসরাইলী বেয়োনেট থেকে বাঁচাতে
নীতিবাগীশ ফাঁকা বুলি ছাড়া যে কিছুই নেই আমাদের
পারলে ক্ষমা কর আমাদের।

ইরাকের অসহায় নারী পুরুষেরা
বিশ্বাস কর আমরা সীমার নই
কারবালাকে ক্ষত-বিক্ষত দেখলে দুঃখই হয়
কিন্তু কি করব বল?
চেয়ে চেয়ে গাড়িবোমার আঘাতে উড়ে যাওয়া খন্ড বিখন্ড দেহ দেখা ছাড়া,,
পারলে এই অক্ষমদের ক্ষমা কর।
আমাদের ক্ষমা কর।

--রিম সাবরিনা


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

সেটাই, ক্ষমা চাওয়াই সার ......... !

মর্ম এর ছবি

মন খারাপ
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

বোহেমিয়ান এর ছবি

মন খারাপ

( আপনি তো হাচল হয়ে গিয়েছেন এখন আর নিচে নাম লেখার দরকার নেই )
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

কালবেলা এর ছবি

ক্ষমা চাওয়া ছাড়া কিছু করার নেই ...হয়ত আছে...সেটা একার এক জীবনে হয়ত সম্ভব নয়...
ভালো লাগলো কবিতা।

অতিথি লেখক এর ছবি

নির্মম বাস্তব। কবিতা ভাল লাগল।

কৌস্তুভ

রিম সাবরিনা এর ছবি

জানি কিছুই করার নাই তবু অন্যায়গুলো মনকে পীড়া দেয়।
ধন্যবাদ সবাইকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।