জলের চিঠি

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলের চিঠি

বাদুড় ডানায় সন্ধ্যা নামে
নীলচে ধূসর ঐ আকাশে,
উড়িয়ে চিঠি স্বচ্ছ খামে
মেঘকুমারী মুচকি হাসে;

জলের লেখা পড়লে ঘাসে,
অচিন আশে,
হৃদয় ভাসে।

--রিম; ৮।৬।২০১০


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সুইট। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রিম সাবরিনা এর ছবি

থ্যাঙ্ক য়্যু শিমুল আপু। আপুই বললাম, যদিও জানি না আপনি আমার থেকে ছোট না বড় হাসি

মূলত পাঠক এর ছবি

খুব সুন্দর, তবে এতো ছোটো যে কেন!

রিম সাবরিনা এর ছবি

এর থেকে বেশি কিছু আর মাথায় আসল না তো। তাই ছোট। হাসি

মূলত পাঠক এর ছবি

পাঁচতারা দিলাম। এক তারা দেখলে লোকে জিজ্ঞাসু হয়, পাঁচতারায় তো হয় না, তাই বলেই দিলাম।

আরো আসুক এমন কবিতা।

প্রখর-রোদ্দুর এর ছবি

হুমমম !

শুভ কামনা । লেখা চালিয়ে যেতে থাকুন -

রিম সাবরিনা এর ছবি

লেখা ইনশাল্লাহ চলতেই থাকবে। এই ক্ষ্যাপামি থেমে গেলে জীবন বড্ড ম্যারম্যারা হয়ে যাবে যে...

মূর্তালা রামাত এর ছবি

মজারতো!!!

মূর্তালা রামাত

রিম সাবরিনা এর ছবি

কারো মজা লাগল শুনে আমারো মজা লাগছে

রয় এর ছবি

বাহ, সুন্দর লিখসো তো ।

জলের লেখা পড়লে ঘাসে,
অচিন আশে,হৃদয় ভাসে

ভাঙা ভাঙা লাইন দুটো উপরের মত করে পাশাপাশি লিখলে এই কবিতাটা আমি দু সেকেন্ড এর জন্যেও মনে রাখতাম কিনা কে জানে !

রিম সাবরিনা এর ছবি

thank u. হাসি

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

অদ্ভুত সুন্দর।শেষ টা অসাধারন।।

রিম সাবরিনা এর ছবি

খুঁজে খুঁজে আগের লেখা পড়ে ফেলার জন্যে ধন্যবাদ...।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।