সিগনেচার বানাইবেন?

আসাদুজ্জামান রুমন এর ছবি
লিখেছেন আসাদুজ্জামান রুমন (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
বড়ই সমস্যা দেখা দিছে এইখানে। পানির হিসাবে যা কিনা অতলান্তিকের সমান। সিগনেচার লইয়া ক্যাচাল - আসেন দেহি আমরা সেই ক্যাচালের ওয়ানস্টপ সমাধান ক্যামনে করতে হয় দেখি। স্টেপ ১ - বাম দিকের প্যানেলে "আমার একাউন্ট" এ টিপি দ্যান। তারপর "এডিট" এ টিপি দিয়া স্ক্রল কইরা নিচের দিকে যান। বড় একটা টেক্সটবাক্স দেখতাছেন যার উপরে লেখা আছে "Signature"? তাইলে স্টেপ ২ এ যান, নাইলে আবার এক থাইকা আসেন। স্টেপ ২ - এইবার এইখানে - <a href="http://www.hajarduari.com"> এইখানে নিজের ইচ্ছামতো যা খুশী লেখেন </a> স্টেপ ৩ - আরেট্টু নিয়ে গিয়া "Submit" বাটনে টিপি দিয়া বাইর হইয়া যান। কেল্লাফতে। এইবার যেইখানেই কমেন্ট করেন। কমেন্টের ঘরে দেখবেন এই হাবিজাবি আগেই বইসা আছে। একটা এন্টার চাইপা একধাপ নিচে নামাইয়া হেরপর কমেন্ট লেখা ধরবেন। (এডমিন বাবু, এই সিগনেচারটারে ডিফল্ট কইরা দেওন যায় না?) ও ভালো কথা "স্টেপ ২"-এ খেয়াল কইরা চিহ্ন গুলা বসাইয়েন। নাইলে কইলাম সব গরবর হইয়া যাইবো। তখন আমারে গাইল পাইরেন না। আর ওয়েব ঠিকানার জায়গায় যে জায়গায় নিজের নামেরে ডাইভার্ট করতে চান তার ঠিকানা দিয়া দেন। ব্যস কম্ম সাবার। এনজয় সচলায়তন!!

মন্তব্য

ইফতেখার চৌধুরী এর ছবি
ধন্যবাদ।
হাসান মোরশেদ এর ছবি

কে আপুনি?
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।